Ajker Patrika

প্রকৌশলীর কার্যালয়ের দেয়াল ভেঙে রাস্তায়, তিন দিনেও হয়নি অপসারণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৯: ৫৫
প্রকৌশলীর কার্যালয়ের দেয়াল ভেঙে রাস্তায়, তিন দিনেও হয়নি অপসারণ

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাংশা উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের দেয়াল ভেঙে রাস্তায় পড়ে আছে। কিন্তু তিন দিন পার হলেও ইটগুলো অপসারণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, ইটগুলো অপসারণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

প্রকৌশলীর কার্যালয়টি উপজেলা পরিষদের সামনে অবস্থিত। উপজেলার সরকারি হাসপাতালে প্রবেশের একমাত্র সড়ক এটি। প্রতিদিন রোগী ও তাদের শত শত স্বজন এই সড়ক দিয়ে হাসপাতালে যাতায়াত করেন। এ ছাড়া প্রতিনিয়ত বিভিন্ন কাজে উপজেলায় আসতে হয় উপজেলাবাসীর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। 

ইজিবাইকচালক মো. জাকির হাসান বলেন, ‘ইটগুলো যেভাবে সড়কে পড়ে আছে, তা খুবই বিপজ্জনক। দ্রুত ইটগুলো অপসারণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ 

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের শাখা কর্মকর্তা মো. আলামিন আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক আগে দেয়ালটি স্থাপন করায় ভেঙে পড়েছে। গতকাল আমি বিষয়টি জানার পর ভাঙা জায়গা পরিমাপ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে পড়ে থাকা ইটগুলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টকে অপসারণ করার জন্য বলেছি।’ 

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হাসানুল আবেদিন বলেন, ‘আগামী রোববার অফিস খোলার পর ইটগুলো অপসারণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত