রাজশাহীতে বাসচাপায় শিশুসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৫: ২৫
Thumbnail image

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মোহনপুরের সইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো—ভ্যানচালক মো. সিরাজ (৫০) ও ভ্যানের আরোহী শিশু আব্দুল্লাহ্ (১২)। আহতরা হলো—নিহত শিশুর বাবা কুদ্দুস (৪৫) ও তার বোন নাফিজা (১৫)। 

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতের স্বজনেরা বলেন, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। মোহনপুরের সইপাড়া এলাকায় এসে পৌঁছালে বাসটি একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয়েছে আরও দুজন। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, হতাহতরা একদিলতলা হাটে পান বিক্রি করে তাঁদের গ্রাম বড়াইলে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত