Ajker Patrika

মরার পর আমার লাশ যেন না কাটে, স্বামীকে ফোনের পর গৃহবধূর ‘আত্মহত্যা’

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৫: ১৮
মরার পর আমার লাশ যেন না কাটে, স্বামীকে ফোনের পর গৃহবধূর ‘আত্মহত্যা’

গাজীপুরের মহানগরীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগরীর কোনাবাড়ীর হরিনাচালা মধ্যপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গৃহবধূর স্বামী জানান, আত্মহত্যার আগে তাঁকে কল দিয়ে বলেন, ‘মরার পর আমার লাশ যেন না কাটে।’ 

মৃত গৃহবধূর নাম চাঁনমণি (৩৫)। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার দক্ষিণ রহিমপুর গ্রামের কালাচাঁনের মেয়ে। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। 

আজ বুধবার সকালে গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় সাত বছর আগে টাঙ্গাইল জেলার মধুপুরের বানিয়াবাড়ী গ্রামের বিপ্লব হোসেন উজ্জ্বলের সঙ্গে চাঁনমণির বিয়ে হয়। তাঁদের একটি ছেলেসন্তান রয়েছে। তিন দিন আগে ওই গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে কোনাবাড়ী হরিণাচালা এলাকায় তাঁর বাবার ভাড়া বাসায় বেড়াতে চলে যান। তাঁর স্বামী একই এলাকায় ফার্মেসির দোকানি ছিলেন এবং ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গতকাল ইফতারের পরে তিনি স্বামীকে মোবাইল ফোনে কল করে বলেন, তিনি মারা গেলে লাশ যেন না কাটে। স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে তাঁর স্বামী দ্রুত শ্বশুরবাড়ি গিয়ে দেখতে পান কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে পান চাঁনমণি গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আছেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

গৃহবধূর স্বামী বিপ্লব হোসেন উজ্জ্বল বলেন, ‘ইফতারের পর আমি আমার ওষুধের দোকানে বসা ছিলাম। পরে স্ত্রী মোবাইল ফোনে বলে, ‘আমি মারা গেলে যেন লাশ না কাটা হয়।’ তার এই কথা শোনার পর তাৎক্ষণিক আমি বাড়িওয়ালাকে বিষয়টি জানাই। পরে আমিও আসি। গিয়ে দেখি জানালার সঙ্গে ঝুলছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।’ 

ওসি জিয়াউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যাই মনে হয়েছে। তবে যেহেতু জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে, তাই আরও নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। 

মৃত্যুর আগে লাশ না কাটার শেষ ইচ্ছার কথা জানতে চাইলে ওসি বলেন, ‘শুনেছি এমনটা বলেছে। সে তো আবেগে বলেছে, কিন্তু আইনি কারণে আমাদের ময়নাতদন্ত করতে হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত