বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, আমি তৈমূর চাচাকে স্বাগত জানাই। আগামী ১৬ জানুয়ারি চাচা ভাতিজি নির্বাচন করব। এটা হবে চাচা ভাতিজির নির্বাচন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শহরের শেখ রাসেল নগর পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইভী তৈমূর খন্দকারকে উদ্দেশ্য করে বলেন, মানুষ যাকে চয়েস করে তিনিই নির্বাচিত হবেন। তার পরেও আমি বলব আপনি আলী আহমদ চুনকার শিষ্য ছিলেন। আমি সব সময়ে সত্যের পক্ষে আছি সত্য বলি আপনিও সত্য কথা বলবেন। মিথ্যা অভিযোগ দেবেন না। রাসেল পার্ক, বাবুরাইল খাল কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কথা শুনে কথা বলবেন না। কেউ কেউ বলছেন বাবুরাইল খাল করে আমি জনদুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হতো। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ অত্যন্ত মনোরম। আমি সব সময়ে মিথ্যা বলি না। ফাঁসির মঞ্চে গিয়েও মিথ্যা বলব না।
আইভী নিজ এলাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি যখন প্রথম ২০০৩ সালে নির্বাচন করেছিলাম তখন দেওভোগবাসী আমার পাশে ছিলেন। যার ফলে আমি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছিলাম। দল মত নির্বিশেষে বৃহত্তর দেওভোগের সকলে এক হয়ে আমার পক্ষে নির্বাচন করেছিল। ২০১১ সালে আমি সন্ত্রাস, অন্যায় খুনিদের বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। ওই সময়েও সমগ্র দেওভোগবাসী এক হয়ে আমাকে সাপোর্ট দিয়েছিল, যার ফলে আমি জয় পেয়েছি। আমি সাতাশটি ওয়ার্ডে কাজ করেছি। কিন্তু দেওভোগ সর্বক্ষণ আমাকে সাহস দিয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, আমি তৈমূর চাচাকে স্বাগত জানাই। আগামী ১৬ জানুয়ারি চাচা ভাতিজি নির্বাচন করব। এটা হবে চাচা ভাতিজির নির্বাচন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শহরের শেখ রাসেল নগর পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইভী তৈমূর খন্দকারকে উদ্দেশ্য করে বলেন, মানুষ যাকে চয়েস করে তিনিই নির্বাচিত হবেন। তার পরেও আমি বলব আপনি আলী আহমদ চুনকার শিষ্য ছিলেন। আমি সব সময়ে সত্যের পক্ষে আছি সত্য বলি আপনিও সত্য কথা বলবেন। মিথ্যা অভিযোগ দেবেন না। রাসেল পার্ক, বাবুরাইল খাল কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কথা শুনে কথা বলবেন না। কেউ কেউ বলছেন বাবুরাইল খাল করে আমি জনদুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হতো। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ অত্যন্ত মনোরম। আমি সব সময়ে মিথ্যা বলি না। ফাঁসির মঞ্চে গিয়েও মিথ্যা বলব না।
আইভী নিজ এলাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি যখন প্রথম ২০০৩ সালে নির্বাচন করেছিলাম তখন দেওভোগবাসী আমার পাশে ছিলেন। যার ফলে আমি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছিলাম। দল মত নির্বিশেষে বৃহত্তর দেওভোগের সকলে এক হয়ে আমার পক্ষে নির্বাচন করেছিল। ২০১১ সালে আমি সন্ত্রাস, অন্যায় খুনিদের বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। ওই সময়েও সমগ্র দেওভোগবাসী এক হয়ে আমাকে সাপোর্ট দিয়েছিল, যার ফলে আমি জয় পেয়েছি। আমি সাতাশটি ওয়ার্ডে কাজ করেছি। কিন্তু দেওভোগ সর্বক্ষণ আমাকে সাহস দিয়েছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৭ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৮ ঘণ্টা আগে