নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালন ও স্বাধীনতার প্রথম প্রহর উদ্যাপন করেছে বাংলাদেশ পুলিশ। স্বাধীনতার প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন, বীর শহীদদের স্মরণ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে দিবসটি পালন করা হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘ওই দিনে পুলিশের দামাল সদস্যরা সম্পূর্ণ মৃত্যু জেনেও পাকিস্তানি বাহিনীর আধুনিক মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। আত্মত্যাগ করেছিলেন এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন।’
প্রতিক্রিয়াশীল চিন্তাচেতনা থেকে বেরিয়ে আসতে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের মধ্যে এখনো যে প্রগতিবিরোধী অংশ আছে, প্রতিক্রিয়াশীল অংশ আছে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অংশ আছে, সেগুলো নিশ্চিহ্ন করতে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যেতে হবে।’
আইজিপি আরও বলেন, ‘আগামী দিনে সমস্ত পরাজিত শক্তি যাতে আর কখনোই মাথাচাড়া দিতে না পারে, সেই লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করব এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা আত্মমর্যাদাশীল জাতি রেখে যাব।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সভাপতির বক্তব্যে বলেন, ‘আমি সেই সমস্ত বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাই, যারা ২৫শে মার্চ রাতে সবার আগে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ। বক্তব্যের মাঝে রাত ১২টায় পুলিশ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া পুলিশ লাইনস অডিটোরিয়ামে বিকেলে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালন ও স্বাধীনতার প্রথম প্রহর উদ্যাপন করেছে বাংলাদেশ পুলিশ। স্বাধীনতার প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন, বীর শহীদদের স্মরণ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে দিবসটি পালন করা হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘ওই দিনে পুলিশের দামাল সদস্যরা সম্পূর্ণ মৃত্যু জেনেও পাকিস্তানি বাহিনীর আধুনিক মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। আত্মত্যাগ করেছিলেন এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন।’
প্রতিক্রিয়াশীল চিন্তাচেতনা থেকে বেরিয়ে আসতে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের মধ্যে এখনো যে প্রগতিবিরোধী অংশ আছে, প্রতিক্রিয়াশীল অংশ আছে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অংশ আছে, সেগুলো নিশ্চিহ্ন করতে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যেতে হবে।’
আইজিপি আরও বলেন, ‘আগামী দিনে সমস্ত পরাজিত শক্তি যাতে আর কখনোই মাথাচাড়া দিতে না পারে, সেই লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করব এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা আত্মমর্যাদাশীল জাতি রেখে যাব।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সভাপতির বক্তব্যে বলেন, ‘আমি সেই সমস্ত বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাই, যারা ২৫শে মার্চ রাতে সবার আগে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ। বক্তব্যের মাঝে রাত ১২টায় পুলিশ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া পুলিশ লাইনস অডিটোরিয়ামে বিকেলে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
২ ঘণ্টা আগে