টঙ্গীতে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ২০: ৩২
টঙ্গীতে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে টঙ্গীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার তরুণীর নাম রিমা আক্তার (২০)। তার বাবার নাম জহির আহমেদ। রিমা কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে টঙ্গীর আউচপাড়া এলাকার জনৈক মোরশেদুর রহমান মিলনের বাড়িতে মাদক বেচাকেনার খবর পায় গোয়েন্দা পুলিশ। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে রিমা আক্তারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা জব্দ করা হয়েছে।

রিমা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিনব কৌশলে ইয়াবা নিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে।

মাদক কারবারের সঙ্গে জড়িত থাকায় রিমার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনের দায়ের করা মামলা রয়েছে। আজ টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত