বিএনপির বিচার আল্লাহ করবেন: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ২০: ০৯
Thumbnail image

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘মহররম মাসে আশুরার দিনে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করেছে। তাদের বিচারের জন্য আল্লাহই যথেষ্ট। তারা আগের মতো জ্বালাও-পোড়াও করতে চাইলে পাল্টা আঘাত করব না। আল্লাহ সর্ব শক্তিমান, তিনিই দেখবেন।’ 

আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে পারিবারিক কবর জিয়ারত করেন শামীম ওসমান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

শামীম ওসমানশামীম ওসমান বলেন, ‘শয়তানের কাজ জ্বালাও-পোড়াও করা। মানুষ শয়তানের প্ররোচণায় পড়ে এই কাজ করে। আল্লাহর রহমতের কাছে শয়তানের কুমন্ত্রণা টিকবে না। আমাদের দেশের জনগণের কাছে বিচার দেব আমরা। জনগণই সঠিক বিচার করবে। ভোটের মাধ্যমে জনগণ রায় দেবে।’ 

কবর জিয়ারত প্রসঙ্গে বলেন, ‘আগামী শনিবার আমার বড় ভাই সেলিম ওসমানের অস্ত্রোপচার হবে। অপারেশনের আগে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করে যেতে পারেননি। সেই কারণেই আমি কবর জিয়ারত করলাম। পরিবারসহ সবার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত