নারায়ণগঞ্জ প্রতিনিধি
তফসিল ঘোষণার পর নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আগুন সন্ত্রাসীদের প্রতিরোধ ও গণধোলাই দেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এ সময় আগুন সন্ত্রাসীদের হাত কেটে আগুনে ফেলে দেওয়ার নির্দেশনাও দেন তিনি।
আজ বুধবার বিকেলে বন্দর খেয়াঘাট এলাকায় ‘বিএনপি–জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খোকন সাহা।
খোকন সাহা বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নির্বাচনী প্রচারণায় নামব। দল যাকে প্রার্থী করবে তার পক্ষেই নামবেন। আর আগুন সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য ব্যাপকভাবে কাজ করবেন। ওদের ব্যাপক ভাবে প্রতিরোধ করতে হবে। পরিষ্কার কথা, গণধোলাই দিতে হবে। ওদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে হবে। ওদের পাঠাব আফগানিস্তান আর পাকিস্তান।’
তিনি আরও বলেন, ‘বিএনপি তাদের কর্মীদের দিয়ে অপকর্ম করাচ্ছে। তারা বাসে আগুন দেন, ভিডিও করেন, তারপর লন্ডনে পাঠান। যারা আগুন সন্ত্রাস করবে, তাদের হাতেনাতে ধরে হাত কেটে সেই হাত আগুনে নিক্ষেপ করবেন। এরপর যা হওয়ার হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমে কেউ ক্ষতিগ্রস্ত হলে, আমরা তাদের পাশে থাকব। আমাদের নেতা শামীম ওসমান তাদের পাশে থাকবেন।’
একই অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেন, ‘ওদের দেশপ্রেম নেই। ওরা রাজপথে থাকে না। গোপনে হামলা করে। ওরা নাকি হরতাল–অবরোধ দিয়েছে। আমি নারায়ণগঞ্জে গাড়ি নিয়ে ঘুরেছি। আমি চেষ্টা করেছি ওদের দেখার। কিন্তু দুর্ভাগ্য, ওদের পাইনি। যারা ষড়যন্ত্র করে তাদের লিস্ট করতে হবে কর্মীদের মাধ্যমে। আগামী দিনে ওদের এই অঞ্চলে থাকতে দেওয়া হবে না।’
শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, যুগ্মসাধারণ সম্পাদক শাহ নিজাম, যুগ্মসাধারণ সম্পাদক জিএম আরমান প্রমুখ।
তফসিল ঘোষণার পর নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আগুন সন্ত্রাসীদের প্রতিরোধ ও গণধোলাই দেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এ সময় আগুন সন্ত্রাসীদের হাত কেটে আগুনে ফেলে দেওয়ার নির্দেশনাও দেন তিনি।
আজ বুধবার বিকেলে বন্দর খেয়াঘাট এলাকায় ‘বিএনপি–জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খোকন সাহা।
খোকন সাহা বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নির্বাচনী প্রচারণায় নামব। দল যাকে প্রার্থী করবে তার পক্ষেই নামবেন। আর আগুন সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য ব্যাপকভাবে কাজ করবেন। ওদের ব্যাপক ভাবে প্রতিরোধ করতে হবে। পরিষ্কার কথা, গণধোলাই দিতে হবে। ওদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে হবে। ওদের পাঠাব আফগানিস্তান আর পাকিস্তান।’
তিনি আরও বলেন, ‘বিএনপি তাদের কর্মীদের দিয়ে অপকর্ম করাচ্ছে। তারা বাসে আগুন দেন, ভিডিও করেন, তারপর লন্ডনে পাঠান। যারা আগুন সন্ত্রাস করবে, তাদের হাতেনাতে ধরে হাত কেটে সেই হাত আগুনে নিক্ষেপ করবেন। এরপর যা হওয়ার হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমে কেউ ক্ষতিগ্রস্ত হলে, আমরা তাদের পাশে থাকব। আমাদের নেতা শামীম ওসমান তাদের পাশে থাকবেন।’
একই অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেন, ‘ওদের দেশপ্রেম নেই। ওরা রাজপথে থাকে না। গোপনে হামলা করে। ওরা নাকি হরতাল–অবরোধ দিয়েছে। আমি নারায়ণগঞ্জে গাড়ি নিয়ে ঘুরেছি। আমি চেষ্টা করেছি ওদের দেখার। কিন্তু দুর্ভাগ্য, ওদের পাইনি। যারা ষড়যন্ত্র করে তাদের লিস্ট করতে হবে কর্মীদের মাধ্যমে। আগামী দিনে ওদের এই অঞ্চলে থাকতে দেওয়া হবে না।’
শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, যুগ্মসাধারণ সম্পাদক শাহ নিজাম, যুগ্মসাধারণ সম্পাদক জিএম আরমান প্রমুখ।
গ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
১৮ মিনিট আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৩০ মিনিট আগেবরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে