শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে একই শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই দুই শিক্ষার্থী এ ঘটনা ঘটিয়েছে।
আজ রোববার সকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর পলাতক অভিযুক্ত দুই শিক্ষার্থী পলাতক রয়েছে।
এ দিকে খবর পেয়ে থানা-পুলিশ, উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয়রা বলছে, রোববার সকালে ভাইয়ের সঙ্গে হেঁটে বিদ্যালয়ে আসছিল ওই শিক্ষার্থী। বিদ্যালয়ের কাছে আসলে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে অভিযুক্ত দুই শিক্ষার্থী ও তার সহযোগীরা গিয়ে ওই শিক্ষার্থীকে মারধর করে। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা পেট্রল ওই কিশোরীর শরীরে ঢেলে দেয় এবং এলাকা ত্যাগের হুমকি দেয়। একপর্যায়ে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। এ সময় ভুক্তভোগী ও তার ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্তেরা।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে অভিযুক্তেরা প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আড়ুয়াকান্দি নটাখোলা বদখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ঠাকুর আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অল্পের জন্য মেয়েটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে। আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই।’
কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ইউনিয়নের কোথাও ইভটিজিংকারীদের জায়গা নেই। নবম শ্রেণির শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার বিচার চাই। অপরাধীদের আইনের হাতে তুলে দিতে আমরা সবাই একযোগে কাজ করছি।’
রাজৈর কদমবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. লোকমান মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, মেয়েটিকে উত্ত্যক্ত করতো একই শ্রেণির দুই শিক্ষার্থী। মূলত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘অপরাধীদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘এরই মধ্যে থানা-পুলিশ ও কদমবাড়ি পুলিশ ফাঁড়িকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।’
মাদারীপুরের রাজৈরে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে একই শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই দুই শিক্ষার্থী এ ঘটনা ঘটিয়েছে।
আজ রোববার সকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর পলাতক অভিযুক্ত দুই শিক্ষার্থী পলাতক রয়েছে।
এ দিকে খবর পেয়ে থানা-পুলিশ, উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয়রা বলছে, রোববার সকালে ভাইয়ের সঙ্গে হেঁটে বিদ্যালয়ে আসছিল ওই শিক্ষার্থী। বিদ্যালয়ের কাছে আসলে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে অভিযুক্ত দুই শিক্ষার্থী ও তার সহযোগীরা গিয়ে ওই শিক্ষার্থীকে মারধর করে। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা পেট্রল ওই কিশোরীর শরীরে ঢেলে দেয় এবং এলাকা ত্যাগের হুমকি দেয়। একপর্যায়ে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। এ সময় ভুক্তভোগী ও তার ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্তেরা।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে অভিযুক্তেরা প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আড়ুয়াকান্দি নটাখোলা বদখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ঠাকুর আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অল্পের জন্য মেয়েটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে। আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই।’
কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ইউনিয়নের কোথাও ইভটিজিংকারীদের জায়গা নেই। নবম শ্রেণির শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার বিচার চাই। অপরাধীদের আইনের হাতে তুলে দিতে আমরা সবাই একযোগে কাজ করছি।’
রাজৈর কদমবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. লোকমান মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, মেয়েটিকে উত্ত্যক্ত করতো একই শ্রেণির দুই শিক্ষার্থী। মূলত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘অপরাধীদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘এরই মধ্যে থানা-পুলিশ ও কদমবাড়ি পুলিশ ফাঁড়িকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।’
সম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
১ few সেকেন্ড আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
৮ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
১১ মিনিট আগেচাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
১৫ মিনিট আগে