এবার ফেসবুক পেজ হারালেন সুশান্ত পাল 

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৯: ৩২
Thumbnail image

সময়টা সম্ভবত ভালো যাচ্ছে না ৩০ তম বিসিএসে দেশ সেরা ও জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পালের। গুজবের শিকার হওয়ার পর এবার হারালেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ।

সুশান্ত পাল তাঁর ভেরিফায়েড আরেকটি পেজে আজ শনিবার রাত ৯টায় দেওয়া একটি পোস্টে তাঁর পেজটি হারানোর কথা জানান। ২ লাখ ২২ হাজার ফলোয়ারের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া পোস্টটিতে তিনি লেখেন, ‘আমার ভেরিফাইড পেজটি সম্ভবত হ্যাকাররা রিমুভ করে দিয়েছেন। কিছুই বলার নেই। সবকিছুর ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম। আপনারা ভালো থাকবেন।’

এর আগে কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে নিজের অবস্থান জানিয়ে গতকাল শুক্রবার (১২ জুলাই) ‘রিমুভ’ হওয়া পেজটিতে পোস্ট দিয়েছিলেন সুশান্ত পাল। পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। (আরও ভালো হয় ব্লক করে দিলে।) এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না। আমি আপনার ফরমাশের চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান, তাহলে বুঝব, আপনার কোনো লজ্জাশরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে।...’

পেজ হারানোর বিষয়টি নিজেই নিশ্চিত করেন সুশান্ত পাল। ছবি: ফেসবুক এই পোস্টের পরেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন সুশান্ত পাল। সোশ্যাল মিডিয়ায় তাঁকে বয়কটের ডাকও দেন কেউ কেউ। পরে সমালোচনার মুখে পোস্টটির কমেন্টবক্স বন্ধ করে দেন। কিন্তু পেজটি শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না!

প্রসঙ্গত, দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ও প্রশ্ন ফাঁসের আলোচনার মধ্যে তাঁর এই পোস্টের পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস ক্যাডার হয়েছেন সুশান্ত পাল। বিভিন্ন সরকারি চাকরির প্রশ্নফাঁসের দায়ে অভিযুক্ত পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলীর ফাঁস করা প্রশ্নে বিসিএস ক্যাডার হওয়া ১০৫ জনের তালিকায় সুশান্ত পালের নাম নাকি রয়েছে ১১ নম্বরে! 

তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল এ দাবি সঠিক নয়। ফ্যাক্টচেক প্রতিবেদনটি পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত