Ajker Patrika

বুদ্ধিজীবী কবরস্থান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭: ২৯
বুদ্ধিজীবী কবরস্থান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই নারীর আনুমানিক বয়স ৩৫ বছর। আজ বুধবার বেলা দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘কবরস্থানের কর্মীদের দেওয়া খবরে রায়েরবাজার কবরস্থানের এক নম্বর গেটের ভেতরে অর্ধগলিত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। তাঁর ডান হাত নেই, শরীরে পচন ধরেছে। আমরা এখনো তাঁর পরিচয় শনাক্ত করতে পারিনি। পিবিআই ও সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘ধারণা করছি চার থেকে পাঁচ দিন আগে এই নারীকে হত্যা করা হয়েছে। তবে বাইরে থেকে কেউ মরদেহ এখানে এনে ফেলার সুযোগ নেই। কারণ, গেট ছাড়া কবরস্থানের ভেতরে প্রবেশের পথ নেই। তাই ধারণা করছি, কবরস্থানের ভেতরেই এই নারীকে হত্যা করা হয়েছে। আমরা এই নারীর পেশা ও পরিচয় নিশ্চিতে কাজ করছি। এটা পেলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।’

উদ্ধার হওয়া নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য আগারগাঁও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত