নারায়ণগঞ্জ প্রতিনিধি
রাজধানীর কেরানীগঞ্জের পানগাঁও এলাকাসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের (৫১) বলে দাবি পরিবারের। আজ রোববার সকালে পাগলা নৌ-ফাঁড়ির পরিদর্শক মোমেনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইলাশপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বিপ্লব ঢাকার কেরানীগঞ্জে পরিবার নিয়ে থাকতেন।
নিহতের বোন শাশ্বতী বিপ্লব দাবি করে বলেন, গত সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে যাওয়ার পথে নিখোঁজ হন বিপ্লব। নিখোঁজের আগে তাঁর মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়। তিনি জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
নৌ-পুলিশ কর্মকর্তা মোমেনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পশ্চিম প্রান্ত থেকে কচুরিপানায় জড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল সাদা ফতুয়া, জিনস প্যান্ট ও কালো মোজা। সংবাদ প্রকাশের রাত সাড়ে ১২টায় কেরানীগঞ্জ থানার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে। পরে মধ্যরাতে নিহতের পরিবার ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করে।’
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। নিহতের চেহারা বিকৃত হয়ে গেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শেখ ফরহাদ বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
রাজধানীর কেরানীগঞ্জের পানগাঁও এলাকাসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের (৫১) বলে দাবি পরিবারের। আজ রোববার সকালে পাগলা নৌ-ফাঁড়ির পরিদর্শক মোমেনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইলাশপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বিপ্লব ঢাকার কেরানীগঞ্জে পরিবার নিয়ে থাকতেন।
নিহতের বোন শাশ্বতী বিপ্লব দাবি করে বলেন, গত সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে যাওয়ার পথে নিখোঁজ হন বিপ্লব। নিখোঁজের আগে তাঁর মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়। তিনি জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
নৌ-পুলিশ কর্মকর্তা মোমেনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পশ্চিম প্রান্ত থেকে কচুরিপানায় জড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল সাদা ফতুয়া, জিনস প্যান্ট ও কালো মোজা। সংবাদ প্রকাশের রাত সাড়ে ১২টায় কেরানীগঞ্জ থানার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে। পরে মধ্যরাতে নিহতের পরিবার ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করে।’
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। নিহতের চেহারা বিকৃত হয়ে গেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শেখ ফরহাদ বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
রায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৬ মিনিট আগেনীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
৭ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটার গান দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
১৬ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র–জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল-আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন বলে উল্লেখ করে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
২৫ মিনিট আগে