Ajker Patrika

আখতারের নেতৃত্বে নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তির’ আত্মপ্রকাশ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৪: ০০
আখতারের নেতৃত্বে নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তির’ আত্মপ্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশ হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ডাকসুর সামনে এক সংবাদ সম্মেলনে এই সংগঠনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

সংবাদ সম্মেলনে ‘শিক্ষা, শক্তি ও মুক্তি’ স্লোগান সামনে রেখে নতুন সংগঠনে আখতার হোসেনকে আহ্বায়ক ও নাহিদ ইসলামকে সদস্যসচিব করে ২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চিন্তক ও অ্যাক্টিভিস্ট তুহিন খান। পরে আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। সেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আহ্বায়ক ও আবু বাকের মজুমদারকে সদস্যসচিব করে তিন মাসের জন্য ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করে। 

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, ‘বর্তমানে যে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি রয়েছে, তাতে শিক্ষার্থীদের কল্যাণে কোনো কাজ হচ্ছে না। আমরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থেকে বেরিয়ে দায়, দরদ ও মানবিক মর্যাদার ছাত্ররাজনীতি শুরু করেছি, এতে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।’ 

সংবাদ সম্মেলনে রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ, জাতীয় শিক্ষা আন্দোলন, গণতান্ত্রিক ক্যাম্পাস গঠন, ছাত্র-নাগরিক সংহতি, যত্নের রাজনীতি নির্মাণ এবং সাংস্কৃতিক সক্রিয়তা—এই ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়। 

পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিলেন সংগঠনের নেতারা। তবে আগে থেকেই সেখানে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান ও স্লোগান দিতে থাকায় তারা ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তির ঘোষণা দেওয়ার সময় ক্যাম্পাসে মহড়া দেন নেতা-কর্মীরা। 

এদিকে সংবাদ সম্মেলনে নতুন এই ছাত্রসংগঠনের ঘোষণা শেষে একটি পদযাত্রা করে তারা। পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত