Ajker Patrika

মাদারীপুরে সাপের কামড়ে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৯: ২২
মাদারীপুরে সাপের কামড়ে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
 
ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকার মো. লোকমান হাওলাদারে মেয়ে লামিয়া আক্তার। কয়েক বছর আগে সাতক্ষীরার কালীগঞ্জের শ্যামনগর এলাকার সৌদি আরব প্রবাসী বেল্লাল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। স্বামী বিদেশে থাকায় লামিয়া বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন।

গতকাল বুধবার রাতে লামিয়া টয়লেটে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এ সময় বিষধর সাপ পায়ে কামড় দেয়। তাতে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে গেলেও সাপের দেখা পায়নি। পরে ঘুমানোর জন্য তিনি বিছানায় যান। এ সময় শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়।

পরিবারের লোকজন আজ বৃহস্পতিবার ভোরে লামিয়া আক্তারকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

লামিয়ার বাবা লোকমান হাওলাদার বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম ব্যাঙ কামড় দিয়েছে। পরে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে আজ ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আমার মেয়ে মারা গেল।’

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাপের কামড়ে একজন নারী মারা গেছেন। ব্যাপারটি দুঃখজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত