কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় বিরোধপূর্ণ জমিতে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সবুজ মিয়া ফকির (৪৫)। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্ৰামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে। এ সময় নিহতের ছেলে সিয়াম ফকির (২০) গুরুতর আহত হন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্ৰামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে মো. ফারুক ফকিরের সঙ্গে (৫০) ছোট ভাই সবুজ মিয়া ফকিরের (৪৫) জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। গতকাল রোববার দুপুরে বিরোধপূর্ণ জমিতে থাকা কাঁঠাল গাছ থেকে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে যান। তাই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ভাতিজা মো. আবু বক্কর ছিদ্দিক (২২) চাচা সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা সবুজকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত তাঁর ছেলে সিয়াম ফকির একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান বলেন, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এই জমি সংক্রান্ত বিরোধ স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। ওই বিরোধপূর্ণ জমিতে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে গেলে ভাতিজা বাধা দেয়। একপর্যায়ে ভাতিজা চাচা সবুজ মিয়াকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে।
কাপাসিয়া থানার ওসি মোঃ. আবু বক্কর মিয়া বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের কাপাসিয়ায় বিরোধপূর্ণ জমিতে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সবুজ মিয়া ফকির (৪৫)। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্ৰামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে। এ সময় নিহতের ছেলে সিয়াম ফকির (২০) গুরুতর আহত হন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্ৰামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে মো. ফারুক ফকিরের সঙ্গে (৫০) ছোট ভাই সবুজ মিয়া ফকিরের (৪৫) জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। গতকাল রোববার দুপুরে বিরোধপূর্ণ জমিতে থাকা কাঁঠাল গাছ থেকে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে যান। তাই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ভাতিজা মো. আবু বক্কর ছিদ্দিক (২২) চাচা সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা সবুজকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত তাঁর ছেলে সিয়াম ফকির একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান বলেন, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এই জমি সংক্রান্ত বিরোধ স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। ওই বিরোধপূর্ণ জমিতে সবুজ মিয়া কাঁঠাল পাড়তে গেলে ভাতিজা বাধা দেয়। একপর্যায়ে ভাতিজা চাচা সবুজ মিয়াকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে।
কাপাসিয়া থানার ওসি মোঃ. আবু বক্কর মিয়া বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খাদিজা বেগম আরও বলেন, ‘চাঁদাবাজি করার জন্যই আমাকে না জানিয়ে কৌশলে আক্তার হোসেন মামলার বাদী হয়েছেন। রিপন হত্যার সঙ্গে বকশীগঞ্জের কোনো মানুষ জড়িত না। কারণ আমার স্বামী মারা গেছেন ঢাকার উত্তরায়। মামলা করার আগেই আক্তার হোসেন মামলার ভয় দেখিয়ে দুই শতাধিক নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকার বাণিজ্য করেছেন।
২৩ মিনিট আগেপ্রথমবারের মতো রাজশাহী এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।
৩৩ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেতিনি নিজেকে সাংবাদিক, রাজনীতিবিদ এবং প্রধান উপদেষ্টার এক সময়ের সহকর্মী বলে পরিচয় দেন। তিনি ট্রাফিক পরিদর্শক জি এম মুসার সঙ্গে দেখা করতে চান। তাঁকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইজিপির কাছে বিভিন্ন অনিয়ম উল্লেখ করে অভিযোগ দেবেন...
১ ঘণ্টা আগে