Ajker Patrika

আইনি সুরক্ষা থেকে বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনি সুরক্ষা থেকে বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষেরা

দেশের প্রচলিত আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষেরা। ফলে তারা নানা রকম হয়রানির শিকার হচ্ছেন। ন্যায্য নাগরিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে একটি হোটেলে ‘লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর আইনি সুরক্ষা ও অধিকার সংরক্ষণে’ আয়োজিত মত বিনিময় সভায় আলোচকেরা এসব কথা বলেন। এলইজিডি প্রকল্পের সহযোগিতায় সভার আয়োজন করে সম্পর্কের নয়া সেতু। 

সংগঠনের সভাপতি জয়া শিকদার বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীর মানুষের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে আইনি সুরক্ষা ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হন এই জনগোষ্ঠীর মানুষেরা।’ তৃতীয় লিঙ্গের মানুষেরা ঠিকমতো স্বাস্থ্যসেবাও পান না।’ এবারের জনশুমারিতে বেশ কিছু হিজড়া ডেরা বাদ পড়েছে বলে অভিযোগ করেন তিনি। 

নারী পক্ষের সদস্য আইনজীবী কামরুন নাহার বলেন, ‘তৃতীয় লিঙ্গের অনেক মানুষ সমাজের ভয়ে নিজের পরিচয় গোপন রাখেন। কারণ পরিচয় প্রকাশ হলে হয়রানি হওয়ার শঙ্কা থাকে। তবে সরকারি-বেসরকারি প্রচেষ্টায় কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে।’ 

অনুষ্ঠানে আলোচনায় আরও অংশ নেন মানবাধিকার কর্মী মুশফিকা লাইজু, বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের প্রোগ্রাম ম্যানেজার নাদিরা পারভীন, আশার আলোর প্রোগ্রাম ম্যানেজার সানোয়ার হোসেন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত