নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছদ্মবেশে অভিযান পরিচালনা করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেন দুদকের একটি প্রতিনিধি দল। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। কম্পিউটারের দোকান, আনসার, দালাল, পুলিশ সদস্য থেকে শুরু করে কমিশনের কর্মকর্তারাও জড়িত আছে। প্রাথমিকভাবে যারা কাজ করে তাঁদের আমরা চিহ্নিত করেছি। তাঁরা অন্যদের সঙ্গে যোগাযোগ করেছে, চ্যানেল ওয়াইজ যাওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ইসিতে ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক থাকার বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে চার সদস্যের একটি দল নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযান পরিচালনা করেছি। সেবাগ্রহীতা সেজে আমরা বেলা ১১টা থেকে নির্বাচন ভবনের চারপাশের গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম। আমাদের দুজন সেবা প্রার্থী হিসেবে পাশের যে কম্পিউটার দোকানগুলো আছে, সেখানে সমস্যার কথা বলে এনআইডি সংশোধন করতে যায়। তখন তাঁরা আমাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে। এর মাধ্যমে ঘুষ লেনদেনের সত্যতা পাওয়া যায়। তবে লেনদেনের আরও কিছু অভিযোগ আছে, সেগুলো যাচাই করে আমরা প্রতিবেদন দাখিল করব।’
আসিফ আল মাহমুদ জানান, এই ঘটনার সঙ্গে কিছু কর্মকর্তাও জড়িত আছে। তিনি বলেন, ‘আমরা যাচাই বাছাই করব। প্রাথমিকভাবে আটককৃতদের গ্রেপ্তার করে মোবাইলে চেক করা হয়েছে।’
এর আগে জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ূন কবির বলেন, ‘আমি মাত্র এসেছি। যতটুকু জেনেছি আমাদের একটা বড় সমস্যা হচ্ছে—আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারিনি। কমিশনের অনুমতি নিয়ে লোকবল কম নিয়ে হলেও ৫-১০ দিনে বা এক মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারব না। আমি আশা করছি, খুব শিগগিরই দেখতে পাবেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছি। আগামী তিন মাসের মধ্যে এটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন।’
তিনি আরও বলেন, ‘অতিরিক্ত লোকবল নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। আমরা আশা করছি, এ সময়ের মধ্যে তিন লাখ ৭৮ হাজার আবেদনই নিষ্পত্তির চেষ্টা করব। যাতে দুর্নীতি করার সুযোগটা কমে আসে।’
দুদকের অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘দুদকের অভিযানের সময় দুজনকে আটক করা হয়েছে। এটা এখন তদন্ত করে দেখতে হবে। এর সঙ্গে আর কারা সম্পৃক্ত রয়েছে।’
ছদ্মবেশে অভিযান পরিচালনা করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেন দুদকের একটি প্রতিনিধি দল। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। কম্পিউটারের দোকান, আনসার, দালাল, পুলিশ সদস্য থেকে শুরু করে কমিশনের কর্মকর্তারাও জড়িত আছে। প্রাথমিকভাবে যারা কাজ করে তাঁদের আমরা চিহ্নিত করেছি। তাঁরা অন্যদের সঙ্গে যোগাযোগ করেছে, চ্যানেল ওয়াইজ যাওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ইসিতে ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক থাকার বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে চার সদস্যের একটি দল নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযান পরিচালনা করেছি। সেবাগ্রহীতা সেজে আমরা বেলা ১১টা থেকে নির্বাচন ভবনের চারপাশের গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম। আমাদের দুজন সেবা প্রার্থী হিসেবে পাশের যে কম্পিউটার দোকানগুলো আছে, সেখানে সমস্যার কথা বলে এনআইডি সংশোধন করতে যায়। তখন তাঁরা আমাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে। এর মাধ্যমে ঘুষ লেনদেনের সত্যতা পাওয়া যায়। তবে লেনদেনের আরও কিছু অভিযোগ আছে, সেগুলো যাচাই করে আমরা প্রতিবেদন দাখিল করব।’
আসিফ আল মাহমুদ জানান, এই ঘটনার সঙ্গে কিছু কর্মকর্তাও জড়িত আছে। তিনি বলেন, ‘আমরা যাচাই বাছাই করব। প্রাথমিকভাবে আটককৃতদের গ্রেপ্তার করে মোবাইলে চেক করা হয়েছে।’
এর আগে জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ূন কবির বলেন, ‘আমি মাত্র এসেছি। যতটুকু জেনেছি আমাদের একটা বড় সমস্যা হচ্ছে—আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারিনি। কমিশনের অনুমতি নিয়ে লোকবল কম নিয়ে হলেও ৫-১০ দিনে বা এক মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারব না। আমি আশা করছি, খুব শিগগিরই দেখতে পাবেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছি। আগামী তিন মাসের মধ্যে এটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন।’
তিনি আরও বলেন, ‘অতিরিক্ত লোকবল নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। আমরা আশা করছি, এ সময়ের মধ্যে তিন লাখ ৭৮ হাজার আবেদনই নিষ্পত্তির চেষ্টা করব। যাতে দুর্নীতি করার সুযোগটা কমে আসে।’
দুদকের অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘দুদকের অভিযানের সময় দুজনকে আটক করা হয়েছে। এটা এখন তদন্ত করে দেখতে হবে। এর সঙ্গে আর কারা সম্পৃক্ত রয়েছে।’
যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড়ের ইজারাদার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জলাশয়টি দখল করে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা টানা চার মাস লুটপাট চালিয়ে প্রায় ১ কোটি টাকার মাছ ধরে নিয়েছেন।
৬ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে দেশের একমাত্র খেজুরগাছ রিসার্চ গার্ডেন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরে অতি বৃষ্টিপাতের কারণে পানি জমে প্রায় সব খেজুরগাছই মরে গেছে। এই অবস্থায় সেখানে গবেষণাকাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন গবেষক।
৬ ঘণ্টা আগেআদালতের আদেশ অমান্য করে চট্টগ্রাম নগরী দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। সিটি করপোরেশন বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কোনো অনুমোদন না থাকলেও মাত্র ৬০ বর্গমাইলের এ নগরীতে...
৬ ঘণ্টা আগেজালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের ছেলে আহসানুল আলমসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থার উপপরিচালক ইয়াছিন..
৬ ঘণ্টা আগে