Ajker Patrika

মামুনুল হকের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৯: ০৫
মামুনুল হকের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য 

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।

এদিন মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দেন রয়েল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার জাকির হোসেন ও স্থানীয় গণমাধ্যমকর্মী নূর নবী জনি। পরে আদালত পরবর্তী শুনানির জন্য ১০ সেপ্টেম্বর ধার্য করেন। মামলায় এখন পর্যন্ত ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ (মঙ্গলবার) মামুনুল হকের বিরুদ্ধে একজন সাংবাদিক ও রিসোর্টের কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাঁরা বলেছেন মামুনুল হক ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তবে মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন তাতে মামুনুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হয় না। সাক্ষীদের জবানবন্দির সঙ্গে বর্তমান সাক্ষ্যের মিল নেই। তাঁরা আমাদের অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি।’

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হেফাজত নেতা মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। আদালতের বিচারিক কার্যক্রম শেষে তাঁকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে মামুনুল হক অবস্থান করলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ঘেরাও করেন। এ সময় মামুনুল হক তাঁর সঙ্গে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন। ঘটনার পরপরই হেফাজতের নেতা-কর্মী ও সমর্থকেরা গিয়ে রিসোর্ট ভাঙচুর করেন এবং তাঁকে ছিনিয়ে নিয়ে যান। পরে ১৮ এপ্রিল পুলিশ মামুনুল হককে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে। একই মাসে মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসি ও গোয়েন্দা পরিদর্শকসহ ৪ পুলিশ কারাগারে

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

বেক্সিমকোর ১৪ কারখানার ৩৩২৩৪ কর্মী ছাঁটাই, পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা ঋণ দেবে সরকার

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’ বলা সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

শাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত