Ajker Patrika

হিসাবের সময় এখন নয়, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতেই হবে: মমতাজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১১: ৩১
হিসাবের সময় এখন নয়, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতেই হবে: মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘আমরা কি পেলাম আর পেলাম না এখন সে হিসাব-নিকাশ করার সময় নয়। এখন শুধু হিসাব একটাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। আর সেটা যদি না পারি সামনে খুব খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে।’

সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ২১ আগস্টে গ্রেনেড হামলার প্রতিবাদে শোক ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতাজ বেগম বলেন, ‘আমার ক্ষমতা যদি নাও থাকে, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা ভালো থাকতে পারব। তাই যেভাবেই হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’  

মমতাজ বেগম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেবেন কি দেবেন না সেটা তো শেখ হাসিনার ওপর নির্ভর করে। শেখ হাসিনা আমাকে অনেক কিছু দিয়েছেন। এটা অস্বীকার করলে অকৃতজ্ঞ হব। আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন সকল নেতা–কর্মীরা তাকে বিজয় করতে ঝাঁপিয়ে পড়ব।’ 

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন লিটনের সভাপতিত্বে ও সদস্যসচিব শাহীনুর রহমান শাহীনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক খান তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার, অ্যাডভোকেট জাহিদ খান উজ্জ্বল, আবু নাঈম মো. বাশার, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান, অ্যাডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ছালাম খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত