Ajker Patrika

বঙ্গবন্ধু আমাদের আদর্শিক নেতা: বিচারপতি খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২২: ৪৮
বঙ্গবন্ধু আমাদের আদর্শিক নেতা: বিচারপতি খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান এ বি এম খায়রুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের আদর্শিক নেতা।’ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

আইন কমিশন এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে আইন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিচারপতি এ বি এম খায়রুল হক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ১৫ আগস্টে হত্যাকে জাতির ইতিহাসের কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন। তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু হত্যা মামলা বিচারকালে তাঁর অভিজ্ঞতার বিষয়ে বর্ণনা করেন। বাঙালির জাতীয়তাবাদ ও স্বাধীনতা বিকাশে বঙ্গবন্ধুর অবদান ও মাত্র ৯ মাসের ব্যবধানে একটি অনন্যসাধারণ সংবিধান প্রণয়নে বঙ্গবন্ধুর যোগ্য ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।

কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর বক্তব্যের স্পিরিট প্রতিটি বাঙালি হৃদয়ে স্থান করে নেয়। এর ফলে বাঙালিরা তাঁর ডাকে সাড়া দিয়ে জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের অবিসংবাদিত নেতাকে এই বাঙালিরাই হত্যা করেছে। এর চেয়ে বড় লজ্জার বিষয় আর থাকতে পারে না।’

এ ছাড়া কমিশনের সদস্য বিচারপতি আবু বকর সিদ্দিকী তাঁর বক্তব্যে বিশ্বনেতাদের দৃষ্টিতে বঙ্গবন্ধুর শ্রেষ্ঠত্বের বিষয়টি আলোকপাত করে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত