সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেহাল বালাসুর-নতুন বাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ শুক্রবার সকালে উপজেলার নতুন বাজার এলাকায় ওই সড়ক অবরোধ করে এই কর্মসূচি করা হয়।
সরেজমিনে জানা গেছে, বিক্ষোভ ও মানববন্ধনের সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হন পথচারীরা। উপজেলার বালাসুর নতুন বাজারের একমাত্র চলাচলের এই সড়ক তিন বছর ধরে বেহাল। সম্প্রতি বালাসুর চৌরাস্তার মাথার কিছু অংশ ও নতুন বাজারে ভেতরের কিছু অংশ ঢালাইয়ের কাজ করা হলেও বাকি সড়কে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই এলাকার ভুক্তভোগী মানুষ ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
বালাসুর-নতুন বাজার সড়ক দিয়ে ভাগ্যকূল ও রাঢ়ীখাল ইউনিয়নের নাগরনন্দী, কামারগাওঁ, জগন্নাথপট্রি, টেটামারা, বানিয়াবাড়ি, বাঘাডাঙ্গা, নতুন বাজার, কাশেমনগর, পর্যটন কেন্দ্র জমিদার যদুনাথ রায়ের বাড়ির বিক্রমপুর যাদুঘর ও আরিয়াল বিল এলাকার হাজার হাজার মানুষ চলাচল করেন।
স্থানীয় লোকজন জানান, কর্তৃপক্ষ সড়কটি চার ফুট চওড়াকরন ও সংস্কার উন্নয়নের জন্য ২০২০ সালের ৪ মার্চ মেসার্স খোকন লেদারস ও ২০২১ সালের ৭ নভেম্বর মেসার্স মিজান অ্যান্ড ব্রাদার্সকে কার্যাদেশ দিলে ভালো সড়কটিতে কয়েক দিন খোঁড়াখুঁড়ি করায় আরও বেহাল হয়ে যায়। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। যা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শাহ জামাল বাসার, বলরাম বাহাদুর, আবুল কালাম সিকদার, আব্দুল খালেক মোল্লা, খোকন বেপারী, মো. রাজু শেখ, বাপ্পি মোল্লা, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সামনে বৃষ্টি-বাদলের সময়, এসব খানা-খন্দে পানি জমা হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই দুর্ভোগ হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি সড়কটি দ্রুত সংস্কার করা হোক।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম বলেন, ‘সড়কটির বর্তমান টেন্ডার বাতিল করে রিটেন্ডারের আহ্বানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেহাল বালাসুর-নতুন বাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ শুক্রবার সকালে উপজেলার নতুন বাজার এলাকায় ওই সড়ক অবরোধ করে এই কর্মসূচি করা হয়।
সরেজমিনে জানা গেছে, বিক্ষোভ ও মানববন্ধনের সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হন পথচারীরা। উপজেলার বালাসুর নতুন বাজারের একমাত্র চলাচলের এই সড়ক তিন বছর ধরে বেহাল। সম্প্রতি বালাসুর চৌরাস্তার মাথার কিছু অংশ ও নতুন বাজারে ভেতরের কিছু অংশ ঢালাইয়ের কাজ করা হলেও বাকি সড়কে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই এলাকার ভুক্তভোগী মানুষ ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
বালাসুর-নতুন বাজার সড়ক দিয়ে ভাগ্যকূল ও রাঢ়ীখাল ইউনিয়নের নাগরনন্দী, কামারগাওঁ, জগন্নাথপট্রি, টেটামারা, বানিয়াবাড়ি, বাঘাডাঙ্গা, নতুন বাজার, কাশেমনগর, পর্যটন কেন্দ্র জমিদার যদুনাথ রায়ের বাড়ির বিক্রমপুর যাদুঘর ও আরিয়াল বিল এলাকার হাজার হাজার মানুষ চলাচল করেন।
স্থানীয় লোকজন জানান, কর্তৃপক্ষ সড়কটি চার ফুট চওড়াকরন ও সংস্কার উন্নয়নের জন্য ২০২০ সালের ৪ মার্চ মেসার্স খোকন লেদারস ও ২০২১ সালের ৭ নভেম্বর মেসার্স মিজান অ্যান্ড ব্রাদার্সকে কার্যাদেশ দিলে ভালো সড়কটিতে কয়েক দিন খোঁড়াখুঁড়ি করায় আরও বেহাল হয়ে যায়। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। যা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শাহ জামাল বাসার, বলরাম বাহাদুর, আবুল কালাম সিকদার, আব্দুল খালেক মোল্লা, খোকন বেপারী, মো. রাজু শেখ, বাপ্পি মোল্লা, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সামনে বৃষ্টি-বাদলের সময়, এসব খানা-খন্দে পানি জমা হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই দুর্ভোগ হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি সড়কটি দ্রুত সংস্কার করা হোক।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম বলেন, ‘সড়কটির বর্তমান টেন্ডার বাতিল করে রিটেন্ডারের আহ্বানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৭ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
৮ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
১০ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
১১ মিনিট আগে