নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সোয়া ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
পুলিশ জানায়, ফতুল্লার পঞ্চবটী এলাকার মেঘনা ডিপো-সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নোঙর করে রাখা জাহাজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের অন্যান্য জাহাজ।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বেলা ১টা ৩২ মিনিটে আমরা আগুনের খবর পাই। আমাদের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কেউ হতাহত হয়েছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
মেঘনা ডিপোর কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘জাহাজটি আজ তেল নিয়ে ভোলায় যাত্রা করার কথা ছিল। শুনতে পেয়েছি, দুপুরে জাহাজের স্টাফরা রান্না করার সময় আগুন লেগে যায়। বিস্ফোরিত হয় জাহাজের ভেতরে সংরক্ষণ করে রাখা পেট্রল ও ডিজেলের ড্রাম। জাহাজে ৮৬ ড্রাম পেট্রল ও ৭০ ড্রাম ডিজেল মজুত ছিল।’
প্রত্যক্ষদর্শী শ্রমিক আজিজ বলেন, ‘প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আঁতকে উঠি। দূর থেকে জাহাজের কয়েকজন স্টাফকে লাফিয়ে নদীতে পড়তে দেখেছি। শুনেছি কয়েকজন নিখোঁজ আছেন।’
এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জেনেছি জাহাজে ডিজেল ও পেট্রল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে চারজন শ্রমিক রান্না করছিলেন। সেখান থেকে আগুন লেগে থাকতে পারে। হতাহতের খবর পেলেও সেটা নিশ্চিত নই।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সোয়া ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
পুলিশ জানায়, ফতুল্লার পঞ্চবটী এলাকার মেঘনা ডিপো-সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নোঙর করে রাখা জাহাজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের অন্যান্য জাহাজ।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বেলা ১টা ৩২ মিনিটে আমরা আগুনের খবর পাই। আমাদের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কেউ হতাহত হয়েছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
মেঘনা ডিপোর কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘জাহাজটি আজ তেল নিয়ে ভোলায় যাত্রা করার কথা ছিল। শুনতে পেয়েছি, দুপুরে জাহাজের স্টাফরা রান্না করার সময় আগুন লেগে যায়। বিস্ফোরিত হয় জাহাজের ভেতরে সংরক্ষণ করে রাখা পেট্রল ও ডিজেলের ড্রাম। জাহাজে ৮৬ ড্রাম পেট্রল ও ৭০ ড্রাম ডিজেল মজুত ছিল।’
প্রত্যক্ষদর্শী শ্রমিক আজিজ বলেন, ‘প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আঁতকে উঠি। দূর থেকে জাহাজের কয়েকজন স্টাফকে লাফিয়ে নদীতে পড়তে দেখেছি। শুনেছি কয়েকজন নিখোঁজ আছেন।’
এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জেনেছি জাহাজে ডিজেল ও পেট্রল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে চারজন শ্রমিক রান্না করছিলেন। সেখান থেকে আগুন লেগে থাকতে পারে। হতাহতের খবর পেলেও সেটা নিশ্চিত নই।’
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে