Ajker Patrika

রিমান্ড শেষে গায়ক নোবেলের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মে ২০২৩, ১৭: ৫৯
রিমান্ড শেষে গায়ক নোবেলের জামিন

প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাঈনুল আহসান নোবেল এক দিনের রিমান্ড শেষে আজ সোমবার বিকেলে আদালত থেকে মুক্তি পাবেন বলে জানা গেছে। এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন জামিন মঞ্জুরের আদেশ দেন। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহ আলম। আদালত সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে নোবেলকে আদালতে নেওয়া হয়। তাঁকে এ সময় হাজতখানায় রাখা হয়। 

আজ বিকেলে নোবেলকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির আবেদনে বলেন, আসামিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে এই মামলার ঘটনা-সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলা-সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যাদি ও মামলার তদন্তের স্বার্থে যাচাই-বাছাই করা হচ্ছে। আসামির নাম-ঠিকানা যাচাই-বাছাইও প্রক্রিয়াধীন। আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে। 

অন্যদিকে নোবেলের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আইনজীবী আদালতকে জানান, বাদীকে আসামি নোবেল এক লাখ টাকা পরিশোধ করেছেন। বাদীও দরখাস্তে উল্লেখ করেছেন, তিনি এক লাখ টাকা পেয়েছেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। 
 
উল্লেখ্য, অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ১৭ মে মামলা করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম। 
 
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে মোট ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি। 

গত শুক্রবার রাতে নোবেলকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতে হাজির করা হয় এবং এক দিনে রিমান্ডে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত