Ajker Patrika

নারায়ণগঞ্জে ইজিবাইকের চালককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইছহাক মিজি নামের এক ইজিবাইকচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

আজ রোববার ভোরে ফতুল্লার কোতালেরবাগ রেললাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইছহাক মিজি (৪৫) চাঁদপুর জেলার মতলব উপজেলার নায়েরগাও ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় ভাড়া থাকতেন। তিনি পেশায় একজন ইজিবাইকচালক।

অন্যদিকে আটক সোহরাব হাওলাদার (৪০) পটুয়াখালী জেলার রাঙ্গাবালি বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় ভাড়ায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ইছহাকের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে দেখেন তিন-চারজন লোক দাঁড়িয়ে আছেন। আর একজন মাটিতে পড়ে আছেন। তাঁদের দেখে দাঁড়িয়ে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, হত্যার ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে দিয়েছেন। তাঁর সঙ্গে আরও যাঁরা জড়িত রয়েছে, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কী কারণে এই হত্যা, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে আদালতের রায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত