Ajker Patrika

তিন দিন ধরে নিখোঁজ ৯ বছর বয়সী মাদ্রাসাছাত্র

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
তিন দিন ধরে নিখোঁজ ৯ বছর বয়সী মাদ্রাসাছাত্র

নরসিংদী পলাশ উপজেলায় সিয়াম নামের ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। সিয়াম উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া নূরানী মাদ্রাসার আবাসিক ছাত্র। গত শুক্রবার সকালে ঘোড়াশালের আটিয়া গ্রামে তার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। 

এ ঘটনায় আজ রোববার দুপুরে নিখোঁজ সিয়ামের বাবা মো. আব্দুল মতিন বাদী হয়ে পলাশ থানায় একটি জিডি করেন। সিয়াম ঘোড়াশাল পৌর এলাকার আটিয়া গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে। 

নিখোঁজ সিয়ামের বাবা আব্দুল মতিন জানান, ‘শুক্রবার সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর মাদ্রাসায় ফেরেনি। আমরা খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে দেখি আমার ছেলে নেই। সে বাড়িতেও ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের সব এলাকায় খোঁজ নেওয়া হয়েছে। তার কোনো সন্ধান না পেয়ে পলাশ থানায় জিডি করেছি।’ 

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘এ ঘটনায় ওই ছাত্রের বাবা থানায় একটি জিডি করেছেন। আমরা ওই ছাত্রকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রেখেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত