গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
টঙ্গীর তুরাগতীরে আয়োজিত মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা যোবায়ের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত। মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করা হবে। আখেরি মোনাজাতে প্রায় ৩৫-৪০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকদের ধারণা।
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, রোববার সকালে বাদ ফজর হেদায়েতি বয়ান শুরু হবে। হেদায়েতে বয়ান করবেন পাকিস্তানি মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময় মুসল্লিদের উদ্দেশ্যে নসিহতমূলক কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এরপরে দোয়া পরিচালনা করবেন, তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের।
তিনি আরও বলেন, রোববার আনুমানিক সময় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। তিনি জানান, শনিবার বিকেলে ইজতেমার মুরুব্বিদের সঙ্গে কথা বলে ওই সময় জানতে পেরেছেন।
শনিবার দিনভর ইজতেমায় আগত লাখ লাখ মুসল্লি আল্লাহর সন্তুষ্টিলাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধ রূপ দিতে তাবলিগের বিভিন্ন বিষয়ের বয়ান শুনে অতিবাহিত করেন।
আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন ও মহানগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা প্রস্তুতি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। রেলওয়ে বিভাগ আখেরি মোনাজাতের অতিরিক্ত মুসল্লি সামলাতে টঙ্গী স্টেশনে অতিরিক্ত ট্রেন ও সকল ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা গ্রহণ করেছে।
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার বাদ ফজর বয়ান করেছেন ভারতের মুম্বাইয়ের মাওলানা আব্দুর রহমান হাফি। তার বক্তব্য বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।
বয়ানে বলা হয়,পরকালের চিরস্থায়ী সুখ-শান্তির জন্য আমাদের সবাইকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দ্বীনের দাওয়াতের কাজে জানমাল দিয়ে মেহনত করতে হবে।
ঈমান-আমলের মেহনত ছাড়া কেউ হাশরের ময়দানে কামিয়াব হতে পারবে না। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের ইমান (বিশ্বাস), আমল (কর্ম) ও আখলাককে (চরিত্র) পরিপূর্ণ শুদ্ধভাবে গড়ে তুলতে এই বয়ান শুনছেন ইজতেমায় আগত মুসল্লিরা।
যান চলাচলে নিষেধাজ্ঞা:
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বলেন, আখেরি মোনাজাতের জন্য নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার দিবাগত রাত ৩টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া, ঢাকা-সিলেট সড়কের মীরের বাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে, মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত। তবে ইজতেমায় অংশগ্রহণকারীদের গাড়ি আসতে পারবে।
টঙ্গীর তুরাগতীরে আয়োজিত মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা যোবায়ের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত। মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করা হবে। আখেরি মোনাজাতে প্রায় ৩৫-৪০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকদের ধারণা।
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, রোববার সকালে বাদ ফজর হেদায়েতি বয়ান শুরু হবে। হেদায়েতে বয়ান করবেন পাকিস্তানি মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময় মুসল্লিদের উদ্দেশ্যে নসিহতমূলক কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এরপরে দোয়া পরিচালনা করবেন, তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের।
তিনি আরও বলেন, রোববার আনুমানিক সময় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। তিনি জানান, শনিবার বিকেলে ইজতেমার মুরুব্বিদের সঙ্গে কথা বলে ওই সময় জানতে পেরেছেন।
শনিবার দিনভর ইজতেমায় আগত লাখ লাখ মুসল্লি আল্লাহর সন্তুষ্টিলাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধ রূপ দিতে তাবলিগের বিভিন্ন বিষয়ের বয়ান শুনে অতিবাহিত করেন।
আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন ও মহানগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা প্রস্তুতি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। রেলওয়ে বিভাগ আখেরি মোনাজাতের অতিরিক্ত মুসল্লি সামলাতে টঙ্গী স্টেশনে অতিরিক্ত ট্রেন ও সকল ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা গ্রহণ করেছে।
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার বাদ ফজর বয়ান করেছেন ভারতের মুম্বাইয়ের মাওলানা আব্দুর রহমান হাফি। তার বক্তব্য বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।
বয়ানে বলা হয়,পরকালের চিরস্থায়ী সুখ-শান্তির জন্য আমাদের সবাইকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দ্বীনের দাওয়াতের কাজে জানমাল দিয়ে মেহনত করতে হবে।
ঈমান-আমলের মেহনত ছাড়া কেউ হাশরের ময়দানে কামিয়াব হতে পারবে না। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের ইমান (বিশ্বাস), আমল (কর্ম) ও আখলাককে (চরিত্র) পরিপূর্ণ শুদ্ধভাবে গড়ে তুলতে এই বয়ান শুনছেন ইজতেমায় আগত মুসল্লিরা।
যান চলাচলে নিষেধাজ্ঞা:
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বলেন, আখেরি মোনাজাতের জন্য নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার দিবাগত রাত ৩টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া, ঢাকা-সিলেট সড়কের মীরের বাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে, মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত। তবে ইজতেমায় অংশগ্রহণকারীদের গাড়ি আসতে পারবে।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে