Ajker Patrika

কিশোরগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৮: ৫৯
কিশোরগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামি অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেলকে আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মীর আমিনুল ইসলাম সোহেলসহ অন্য আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে দা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ ছাত্র-জনতার মিছিলে হামলা চালায়।  এতে মো. সুজন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে, ৯ সেপ্টেম্বর মো. সুজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত