গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১০: ১২
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১১: ৪৯

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত অটোরিকশাচালকের নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি ময়মনসিংহ জেলার  ফুলবাড়ীয়া থানার জোড়বাড়িয়া গ্রামের  মৃত সাহা আলীর ছেলে। আমিনুল ইসলাম গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট-সংলগ্ন বারেক রোড মোড়ে রাস্তার ওপর অটোরিকশাচালক আমিনুলের গলাকাটা মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা দেখতে পাওয়ার কিছু সময় আগে রাত আনুমানিক ২টার দিকে আমিনুল ইসলামকে হত্যা করে দৃর্বত্তরা মৃতদেহ ফেলে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ।

জিএমপি কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন,  খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। নিহতের সঙ্গে থাকা টাকা-পয়সা ও অটোরিকশাটি খোয়া যায়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে অটোরিকশায় ওঠে গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি স্বজনদের উদ্ধৃত করে আরও জানান, আমিনুল ইসলাম রাতের খাবার খেয়ে রাত ১১টার পর অটোরিকশা নিয়ে বের হয়ে গিয়েছিলেন। তারপর এ ঘটনার খবর পাওয়া যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত