দুই দিনের বিক্ষোভ সমাবেশের ডাক গণ অধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ২২: ৫৬
Thumbnail image

গণ অধিকার পরিষদের একাংশ (নুর) ৮ ও ১১ আগস্ট দুই দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ৮ আগস্ট বেলা ৩টায় ঢাকায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ এবং ১১ আগস্ট জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সংগঠনের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে এবং তাঁকে মিথ্যা মামলায় হয়রানি, চিকিৎসা না দিয়ে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য করা এবং ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লাকে আটকের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত