Ajker Patrika

ভেদরগঞ্জে সরকারি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
ভেদরগঞ্জে সরকারি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়াগাঁও ইউনিয়নের ছয়াগাঁও গ্রামে সরকারি খালে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সরকারি আদেশ অমান্য করে সরকারি খালে দেয়াল নির্মাণ করছিলেন ওই এলাকার আব্দুল লতিফ সরদার নামের এক ব্যক্তি। আজ বুধবার ওই দেয়াল ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১৫০ কেজি রড জব্দ করা হয়।

ছয়াগাঁও ইউনিয়নের তহসিলদার হারুন অর রশিদ বলেন, আব্দুল লতিফ সরদার অবৈধভাবে খালের জমি দখল করে দেয়াল নির্মাণ করছিলেন। তাঁকে বাধা দেওয়া হলেও  দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খালটি দখলমুক্ত করে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি যোগদানের ৭ মাসে প্রায় প্রায় ৬ কোটি টাকা বাজার মূল্যের সরকারি সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আজকে ছয়াগাঁও গ্রামের খালে দেয়াল নির্মাণের খবর পেয়ে অভিযান পরিচালনা করেছি। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত