Ajker Patrika

কাপাসিয়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেলে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত 

গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি 
কাপাসিয়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেলে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত 

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার ভাকোয়াদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিম সরকার (২২) উপজেলার চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক। তিনি গাজীপুর কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের পড়ত। তানিম ভাকোয়াদী গ্রামের কবির হোসেন নিলুর ছেলে।

স্বজনেরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সহকর্মীদের সঙ্গে ঢাকায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগদানের জন্য মোটরসাইকেলে ভাকোয়াদী গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তানিম। পথে স্থানীয় জলপাই তলা ওকালতি মার্কেটের সামনে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন। ওই স্থানে বিপরীত দিক থেকে আসা শাহ্ সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিসহ গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ও গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির গভীর শোক প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত