শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্টস কর্মকর্তাকে তুলে নিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার রাতে তিন অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মো. জালাল উদ্দিনকে (৩৬) উদ্ধার করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।
অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মো. জালাল উদ্দিন (৩৬) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ছোট উত্তমপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ছাপিলাপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় হ্যামস্ গার্মেন্টসে কোয়ালিটি ম্যানেজার পদে চাকরি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামে ওই অপহরণের ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে শাহ্ পরান (২৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ নাসিম (২৮) ও রফিকুল ইসলাম নামের অপর এক ব্যক্তির ছেলে মোহাম্মদ রাজিব মিয়া (২৩)।
মামলার বাদী অপহৃত গার্মেন্টস কর্মকর্তার ফুপাতো ভাই মো. রুহুল আমিন বলেন, ‘অপহরণকারীরা গত বৃহস্পতিবার গভীর রাতে রাস্তা থেকে জালাল উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে অজ্ঞাতনামা স্থানে তাকে রেখে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি থানা-পুলিশকে জানাই। পরে পুলিশ অভিযান চালিয়ে জালাল উদ্দিনকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেপ্তার করে।’
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, গত বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর গভীর রাতে অপহরণকারীরা গার্মেন্টস কর্মকর্তা জালাল উদ্দিনকে অপহরণ করে তাঁর স্বজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমন অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপহৃত যুবককে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্টস কর্মকর্তাকে তুলে নিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার রাতে তিন অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মো. জালাল উদ্দিনকে (৩৬) উদ্ধার করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।
অপহৃত গার্মেন্টস কর্মকর্তা মো. জালাল উদ্দিন (৩৬) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ছোট উত্তমপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ছাপিলাপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় হ্যামস্ গার্মেন্টসে কোয়ালিটি ম্যানেজার পদে চাকরি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামে ওই অপহরণের ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে শাহ্ পরান (২৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ নাসিম (২৮) ও রফিকুল ইসলাম নামের অপর এক ব্যক্তির ছেলে মোহাম্মদ রাজিব মিয়া (২৩)।
মামলার বাদী অপহৃত গার্মেন্টস কর্মকর্তার ফুপাতো ভাই মো. রুহুল আমিন বলেন, ‘অপহরণকারীরা গত বৃহস্পতিবার গভীর রাতে রাস্তা থেকে জালাল উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে অজ্ঞাতনামা স্থানে তাকে রেখে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি থানা-পুলিশকে জানাই। পরে পুলিশ অভিযান চালিয়ে জালাল উদ্দিনকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেপ্তার করে।’
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, গত বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর গভীর রাতে অপহরণকারীরা গার্মেন্টস কর্মকর্তা জালাল উদ্দিনকে অপহরণ করে তাঁর স্বজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমন অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপহৃত যুবককে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৬ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৭ ঘণ্টা আগে