Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পিলারে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ 

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পিলারে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ 

কিশোরগঞ্জের মিঠামইনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার বিকেলে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ঢাকি সেতু এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ইয়াছিন (২৫) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার কাঁঠাল বাড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমীর হোসেন (২০)। আহত হয়েছেন মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের দয়াহাটি গ্রামের রেজু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩০)।

মিঠামইন ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ও নিহতেরা একটি মোটরসাইকেলযোগে ইটনা থেকে মিঠামইন আসার পথে মিঠামইন উপজেলার ঢাকী সেতু এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পার্শ্ববর্তী পিলারে ধাক্কায় লাগে। এ সময় ঘটনাস্থলে ইয়াসিন ও আমির মারা যান।

খবর পেয়ে তাদের উদ্ধার করে তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত