প্রতিনিধি
বরিশাল: ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ পদে সদ্য পদায়ন হওয়া অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদের যোগদান ঠেকাতে কলেজের গেট বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। গত রোববার থেকে কলেজের মসজিদ গেট, শহীদ মিনার গেট এবং ফার্স্ট গেট আটকে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে শতাধিক নেতাকর্মী। এতে কলেজে জরুরি কাজে আসা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরাও ভোগান্তিতে পড়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার বিএম কলেজে উপাধ্যক্ষ হিসেবে ড. এ এস কাইয়ুম উদ্দিনের পদায়ন হয়। রোববার তিনি যোগদানের চেষ্টা করলেও ছাত্রলীগের বাধার মুখে ফিরে যান।
ছাত্রলীগের দাবি, অধ্যাপক কাইয়ুম দুর্নীতিবাজ। তাঁর যোগদান প্রতিহত করার ঘোষণা দিয়ে রোববারই প্রশাসনিক ভবনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।
আজ চার দিন ধরে কলেজের প্রশাসনিক ভবন ও কলেজ অধ্যক্ষর বাস ভবনের সামনে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা অডিটোরিয়াম খুলেও দখল করে রেখেছে। কলেজের প্রশাসনিক ভবনে জরুরি কাজে আসা এক শিক্ষার্থী বলেন, কলেজে সার্টিফিকেটের বিষয়ে জানতে এসেছেন। কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারছেন না।
কলেজ ক্যাম্পাসে সোনালী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে এসে ভোগান্তিতে পড়া একাধিক ব্যক্তি জানান, কলেজের সব গেট বন্ধ করে দেওয়ায় বিদ্যুৎ বিল দিতে এসে তাঁরা বিপাকে পড়েছে। কলেজ গেট কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলেও কেউ জবাব দেয়নি।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি চেষ্টা করেও কলেজে যোগদান করতে যেতে পারেননি। একদল ছাত্রনেতা একটি মহলের ইন্ধনে এমনটি করছে। কলেজের শিক্ষক পরিষদের কতিপয় নেতাও এর সঙ্গে জড়িত। আরও অপেক্ষা করে তিনি বিষয়টি মন্ত্রণালয়কে জানাবেন।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, তিনি অধ্যাপক কাইয়ুমকে যোগদানের জন্য কলেজে আসতে বলেছেন। কিন্তু তিনি এখনো আসেননি। অধ্যক্ষ বলেন, গেট বন্ধ করে একদল ছাত্র আন্দোলন করছে।
বরিশাল: ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ পদে সদ্য পদায়ন হওয়া অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদের যোগদান ঠেকাতে কলেজের গেট বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। গত রোববার থেকে কলেজের মসজিদ গেট, শহীদ মিনার গেট এবং ফার্স্ট গেট আটকে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে শতাধিক নেতাকর্মী। এতে কলেজে জরুরি কাজে আসা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরাও ভোগান্তিতে পড়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার বিএম কলেজে উপাধ্যক্ষ হিসেবে ড. এ এস কাইয়ুম উদ্দিনের পদায়ন হয়। রোববার তিনি যোগদানের চেষ্টা করলেও ছাত্রলীগের বাধার মুখে ফিরে যান।
ছাত্রলীগের দাবি, অধ্যাপক কাইয়ুম দুর্নীতিবাজ। তাঁর যোগদান প্রতিহত করার ঘোষণা দিয়ে রোববারই প্রশাসনিক ভবনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।
আজ চার দিন ধরে কলেজের প্রশাসনিক ভবন ও কলেজ অধ্যক্ষর বাস ভবনের সামনে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা অডিটোরিয়াম খুলেও দখল করে রেখেছে। কলেজের প্রশাসনিক ভবনে জরুরি কাজে আসা এক শিক্ষার্থী বলেন, কলেজে সার্টিফিকেটের বিষয়ে জানতে এসেছেন। কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারছেন না।
কলেজ ক্যাম্পাসে সোনালী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে এসে ভোগান্তিতে পড়া একাধিক ব্যক্তি জানান, কলেজের সব গেট বন্ধ করে দেওয়ায় বিদ্যুৎ বিল দিতে এসে তাঁরা বিপাকে পড়েছে। কলেজ গেট কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলেও কেউ জবাব দেয়নি।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি চেষ্টা করেও কলেজে যোগদান করতে যেতে পারেননি। একদল ছাত্রনেতা একটি মহলের ইন্ধনে এমনটি করছে। কলেজের শিক্ষক পরিষদের কতিপয় নেতাও এর সঙ্গে জড়িত। আরও অপেক্ষা করে তিনি বিষয়টি মন্ত্রণালয়কে জানাবেন।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, তিনি অধ্যাপক কাইয়ুমকে যোগদানের জন্য কলেজে আসতে বলেছেন। কিন্তু তিনি এখনো আসেননি। অধ্যক্ষ বলেন, গেট বন্ধ করে একদল ছাত্র আন্দোলন করছে।
নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৫ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
২৫ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগে