প্রতিনিধি
বরিশাল: ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ পদে সদ্য পদায়ন হওয়া অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদের যোগদান ঠেকাতে কলেজের গেট বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। গত রোববার থেকে কলেজের মসজিদ গেট, শহীদ মিনার গেট এবং ফার্স্ট গেট আটকে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে শতাধিক নেতাকর্মী। এতে কলেজে জরুরি কাজে আসা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরাও ভোগান্তিতে পড়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার বিএম কলেজে উপাধ্যক্ষ হিসেবে ড. এ এস কাইয়ুম উদ্দিনের পদায়ন হয়। রোববার তিনি যোগদানের চেষ্টা করলেও ছাত্রলীগের বাধার মুখে ফিরে যান।
ছাত্রলীগের দাবি, অধ্যাপক কাইয়ুম দুর্নীতিবাজ। তাঁর যোগদান প্রতিহত করার ঘোষণা দিয়ে রোববারই প্রশাসনিক ভবনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।
আজ চার দিন ধরে কলেজের প্রশাসনিক ভবন ও কলেজ অধ্যক্ষর বাস ভবনের সামনে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা অডিটোরিয়াম খুলেও দখল করে রেখেছে। কলেজের প্রশাসনিক ভবনে জরুরি কাজে আসা এক শিক্ষার্থী বলেন, কলেজে সার্টিফিকেটের বিষয়ে জানতে এসেছেন। কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারছেন না।
কলেজ ক্যাম্পাসে সোনালী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে এসে ভোগান্তিতে পড়া একাধিক ব্যক্তি জানান, কলেজের সব গেট বন্ধ করে দেওয়ায় বিদ্যুৎ বিল দিতে এসে তাঁরা বিপাকে পড়েছে। কলেজ গেট কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলেও কেউ জবাব দেয়নি।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি চেষ্টা করেও কলেজে যোগদান করতে যেতে পারেননি। একদল ছাত্রনেতা একটি মহলের ইন্ধনে এমনটি করছে। কলেজের শিক্ষক পরিষদের কতিপয় নেতাও এর সঙ্গে জড়িত। আরও অপেক্ষা করে তিনি বিষয়টি মন্ত্রণালয়কে জানাবেন।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, তিনি অধ্যাপক কাইয়ুমকে যোগদানের জন্য কলেজে আসতে বলেছেন। কিন্তু তিনি এখনো আসেননি। অধ্যক্ষ বলেন, গেট বন্ধ করে একদল ছাত্র আন্দোলন করছে।
বরিশাল: ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ পদে সদ্য পদায়ন হওয়া অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদের যোগদান ঠেকাতে কলেজের গেট বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। গত রোববার থেকে কলেজের মসজিদ গেট, শহীদ মিনার গেট এবং ফার্স্ট গেট আটকে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে শতাধিক নেতাকর্মী। এতে কলেজে জরুরি কাজে আসা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরাও ভোগান্তিতে পড়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার বিএম কলেজে উপাধ্যক্ষ হিসেবে ড. এ এস কাইয়ুম উদ্দিনের পদায়ন হয়। রোববার তিনি যোগদানের চেষ্টা করলেও ছাত্রলীগের বাধার মুখে ফিরে যান।
ছাত্রলীগের দাবি, অধ্যাপক কাইয়ুম দুর্নীতিবাজ। তাঁর যোগদান প্রতিহত করার ঘোষণা দিয়ে রোববারই প্রশাসনিক ভবনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।
আজ চার দিন ধরে কলেজের প্রশাসনিক ভবন ও কলেজ অধ্যক্ষর বাস ভবনের সামনে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা অডিটোরিয়াম খুলেও দখল করে রেখেছে। কলেজের প্রশাসনিক ভবনে জরুরি কাজে আসা এক শিক্ষার্থী বলেন, কলেজে সার্টিফিকেটের বিষয়ে জানতে এসেছেন। কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারছেন না।
কলেজ ক্যাম্পাসে সোনালী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে এসে ভোগান্তিতে পড়া একাধিক ব্যক্তি জানান, কলেজের সব গেট বন্ধ করে দেওয়ায় বিদ্যুৎ বিল দিতে এসে তাঁরা বিপাকে পড়েছে। কলেজ গেট কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলেও কেউ জবাব দেয়নি।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি চেষ্টা করেও কলেজে যোগদান করতে যেতে পারেননি। একদল ছাত্রনেতা একটি মহলের ইন্ধনে এমনটি করছে। কলেজের শিক্ষক পরিষদের কতিপয় নেতাও এর সঙ্গে জড়িত। আরও অপেক্ষা করে তিনি বিষয়টি মন্ত্রণালয়কে জানাবেন।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, তিনি অধ্যাপক কাইয়ুমকে যোগদানের জন্য কলেজে আসতে বলেছেন। কিন্তু তিনি এখনো আসেননি। অধ্যক্ষ বলেন, গেট বন্ধ করে একদল ছাত্র আন্দোলন করছে।
চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে এক শিক্ষককে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীর
৮ মিনিট আগেজাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। গতকাল শনিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
৩৬ মিনিট আগেকিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে টানা দুদিন পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পানি তোলার মোটর বিকল হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেহত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি কর্নেল (অব.) আব্দুল কাদের খান (৭৩) মারা গেছেন। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে