Ajker Patrika

ময়মনসিংহ-১১: ওয়াহেদের পাপুয়া নিউগিনির নাগরিকত্বের বিষয়ে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২২: ১২
ময়মনসিংহ-১১: ওয়াহেদের পাপুয়া নিউগিনির নাগরিকত্বের বিষয়ে তদন্তের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১-এর নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

নির্বাচন কমিশনকে তদন্ত করে আগামী চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আবেদনকারীর আইনজীবী তানজীব উল আলম বলেন, এম এ ওয়াহেদের বিরুদ্ধে অভিযোগ—তিনি পাপুয়া নিউগিনির নাগরিক। নাগরিকত্ব আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু দেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে বাংলাদেশের নাগরিকত্ব সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়। 

ওই নির্দিষ্ট দেশের তালিকায় পাপুয়া নিউগিনির নাম নেই। তাই পাপুয়া নিউগিনির নাগরিকত্ব পাওয়ার পর তিনি বাংলাদেশের নাগরিক নন। এখন তাঁকে পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, পাপুয়া নিউগিনির নাগরিকত্বের বিষয়টি প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী তাঁর নির্বাচন করারই কোনো যোগ্যতা ছিল না। হাইকোর্ট বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত