নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে মাইনুদ্দিন নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ডিবির অন্তত ছয়জন সদস্য আহত হয়েছে বলে দাবি পুলিশের।
গতকাল বুধবার রাতে বন্দর থানার ইস্পাহানী ঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।
আহত ডিবির সদস্যরা হলেন উপপরিদর্শক সৈয়দ রুহুল আমিন (৩৫), সহকারী উপপরিদর্শক রবিউল আউয়াল (৩৬), কনস্টেবল শাহজাহান (৬০), রাশেদুল (৩৮), রিপন শিকদার (৩০) ও উজ্জ্বল চৌধুরী (৩৬)।
তরিকুল ইসলাম বলেন, ইস্পাহানি ঘাট এলাকা থেকে এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মাদক কারবারির সহযোগীরা এই হামলা চালায়। তাঁদের কিল-ঘুষিতে আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছি। এ ঘটনায় ইতিমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে মাইনুদ্দিন নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ডিবির অন্তত ছয়জন সদস্য আহত হয়েছে বলে দাবি পুলিশের।
গতকাল বুধবার রাতে বন্দর থানার ইস্পাহানী ঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।
আহত ডিবির সদস্যরা হলেন উপপরিদর্শক সৈয়দ রুহুল আমিন (৩৫), সহকারী উপপরিদর্শক রবিউল আউয়াল (৩৬), কনস্টেবল শাহজাহান (৬০), রাশেদুল (৩৮), রিপন শিকদার (৩০) ও উজ্জ্বল চৌধুরী (৩৬)।
তরিকুল ইসলাম বলেন, ইস্পাহানি ঘাট এলাকা থেকে এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মাদক কারবারির সহযোগীরা এই হামলা চালায়। তাঁদের কিল-ঘুষিতে আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছি। এ ঘটনায় ইতিমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
১ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
১ ঘণ্টা আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
১ ঘণ্টা আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
১ ঘণ্টা আগে