Ajker Patrika

ফরিদপুরে করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৪

প্রতিনিধি (ফরিদপুর)
আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৮: ৪৮
ফরিদপুরে করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৪

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৩৭০ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছেন ১৯৪ জন। শনাক্তের হার ৫২ দশমিক ৪৩। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মারা গেছেন ১২ জন। 

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭০ টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৯৪ জন। আক্রান্তের হার ৫২ দশমিক ৪৩ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬২২ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬৭ জন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১২ জনের। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন দশ জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি আছেন ২৬৯ জন।

২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন- নাজমা (৪০), মনোয়ারা বেগম (৫৫), শাজাহান (৭১), সিদ্দিক (৪৫), শাজাহান (৮০), রওশন আলী (৮৫), দেলোয়ার হোসেন (৬০), শামসুন্নাহার (৭০), হরবিলাস (৩৮), রেজাউল হাসান (৪৫), মজিবুর রহমান (৫৯) এবং হিমলা বিশ্বাস (৭৯)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত