Ajker Patrika

কুকুরের মাতৃস্নেহে বড় হচ্ছে বিড়াল ছানা

প্রতিনিধি, সখীপুর, টাঙ্গাইল
কুকুরের মাতৃস্নেহে বড় হচ্ছে বিড়াল ছানা

দুটি ছানা প্রসব করার পরপরই মারা যায় মা বিড়ালটি। অযত্নে ও না খেয়ে মারা যায় একটি ছানা। অন্যটি কোনোরকম বেঁচে ছিল। এই দেখে মাতৃত্ব জেগে ওঠে এক কুকুরের। কুকুরের দুধ খেয়ে মাতৃস্নেহে বড় হচ্ছে সেই বিড়াল ছানা।

এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইল জেলার সখীপুরে কাকড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। ঘটনাটি স্বচক্ষে দেখতে প্রতিদিন ভিড় করছে বিভিন্ন এলাকার মানুষ। স্থানীয় পল্লী চিকিৎসক আশিষ চন্দ্র বর্মনের বাড়িতে সব সময়ই লেগে থাকছে মানুষের সমাগম। এই বাড়িতেই থাকছে মা কুকুর ও বিড়াল ছানাটি।

খোঁজ নিয়ে জানা যায়, আশিষ চন্দ্র বর্মনের বাড়ির একটি মা বিড়াল দুটি ছানা প্রসব করার পর মারা যায়। এরপর অযত্ন অবহেলা ও দুধের অভাবে একটি ছানা মারা যায়। অন্য ছানাটি কোনো রকম বেঁচে থাকে। ধীরে ধীরে ছানাটির সঙ্গে সখ্য তৈরি হয় বাড়ির একটি মা কুকুরের। কুকুরটি বিড়াল ছানাটিকে মাতৃস্নেহে দুধ খাওয়ানো শুরু করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মা হারা বিড়াল ছানাকে একটি কুকুর দুধ খাওয়াচ্ছে। ছানাটিকে মমতা দিয়ে আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি।

আশিষ চন্দ্র বলেন, ‘মমতাময়ী কুকুরটা অনেক দিন যাবৎ এভাবেই বিড়াল ছানাটাকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে বিড়াল ছানাটি।

স্থানীয়দের কাছে এ এক আশ্চর্য ঘটনা! ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি প্রথমে বিশ্বাসই হয়নি। পরে আমি নিজে ওই বাড়িতে গিয়ে দেখেছি। ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘কুকুর–বিড়ালের মধুর সম্পর্কের এমন ঘটনা বিরল। এ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, বিড়াল ও কুকুরের মধ্যে সব সময় ঝগড়াটে সম্পর্ক থাকে। সেক্ষেত্রে এই ঘটনাটি তার ব্যতিক্রম। কুকুর ওই বিড়াল ছানাটিকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে, তা সত্যিই অবাক করার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত