নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাগর বর্মন (৯) নামে এক শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা মামলায় তিন তরুণকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কিশোরগঞ্জের দড়ি জাহাঙ্গীরপুর এলাকার রাকিব (২০), করিমগঞ্জের লামাপাড়া এলাকার আকাশ (২০) এবং নরসিংদীর কাজীকান্দী এলাকার সোহেল (২১)। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
নিহত সাগর বর্মন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি রাজীবপুর গ্রামের রতন বর্মণের ছেলে।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি বলেন, ‘২০১৬ সালের একটি হত্যা মামলায় তিনজনকে শিশু আইনে আদালত এই রায় ঘোষণা করেছেন। ঘটনার সময় তিন অপরাধী অপ্রাপ্তবয়স্ক ছিল।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১৬ সালের ২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় একটি টেক্সটাইলে শিশু সাগর বর্মনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। সাগর ওই টেক্সটাইলে শ্রমিক হিসেবে কাজ করত। ছোট হওয়ায় প্রায়ই আসামিরা সাগরকে বিভিন্ন কাজের জন্য গালাগাল দিত। জবাবে পাল্টা প্রতিবাদ করত সাগর। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সাগরের পায়ুপথে কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করে।
এই ঘটনায় সাগরের বাবা রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালতের বিচারক রায় ঘোষণা করেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাগর বর্মন (৯) নামে এক শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা মামলায় তিন তরুণকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কিশোরগঞ্জের দড়ি জাহাঙ্গীরপুর এলাকার রাকিব (২০), করিমগঞ্জের লামাপাড়া এলাকার আকাশ (২০) এবং নরসিংদীর কাজীকান্দী এলাকার সোহেল (২১)। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
নিহত সাগর বর্মন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি রাজীবপুর গ্রামের রতন বর্মণের ছেলে।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি বলেন, ‘২০১৬ সালের একটি হত্যা মামলায় তিনজনকে শিশু আইনে আদালত এই রায় ঘোষণা করেছেন। ঘটনার সময় তিন অপরাধী অপ্রাপ্তবয়স্ক ছিল।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১৬ সালের ২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় একটি টেক্সটাইলে শিশু সাগর বর্মনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। সাগর ওই টেক্সটাইলে শ্রমিক হিসেবে কাজ করত। ছোট হওয়ায় প্রায়ই আসামিরা সাগরকে বিভিন্ন কাজের জন্য গালাগাল দিত। জবাবে পাল্টা প্রতিবাদ করত সাগর। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সাগরের পায়ুপথে কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করে।
এই ঘটনায় সাগরের বাবা রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালতের বিচারক রায় ঘোষণা করেছেন।
পদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৪ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১৩ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
১৫ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
৩৫ মিনিট আগে