পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুনে পুড়ে আসবাবসহ বসতঘর পুড়ে গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের সুলাইমান মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সুলাইমান মিয়া শিমুলিয়া বাজারের একজন মুদি ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে হঠাৎ ওই বসতঘরে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আহুতিয়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের লোকদের।
ক্ষতিগ্রস্ত সুলাইমান মিয়ার ভাই সবুজ মিয়া জানান, বসতঘরের আসবাব, ফ্রিজ নিত্য ব্যবহার্য জিনিসপত্র সবকিছুই পুড়ে গেছে। আধা পাকা বসতঘরের অনেক জায়গার ইট খসে পড়ে গেছে; ফলে ঘরে বসবাস অনুপযোগী হয়ে গেছে। এতে তাঁদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সদস্য মো. রুবেল মিয়া বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি।’
এ ব্যাপারে আহুতিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুনে পুড়ে আসবাবসহ বসতঘর পুড়ে গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের সুলাইমান মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সুলাইমান মিয়া শিমুলিয়া বাজারের একজন মুদি ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে হঠাৎ ওই বসতঘরে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আহুতিয়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের লোকদের।
ক্ষতিগ্রস্ত সুলাইমান মিয়ার ভাই সবুজ মিয়া জানান, বসতঘরের আসবাব, ফ্রিজ নিত্য ব্যবহার্য জিনিসপত্র সবকিছুই পুড়ে গেছে। আধা পাকা বসতঘরের অনেক জায়গার ইট খসে পড়ে গেছে; ফলে ঘরে বসবাস অনুপযোগী হয়ে গেছে। এতে তাঁদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সদস্য মো. রুবেল মিয়া বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি।’
এ ব্যাপারে আহুতিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
৪ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
৯ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৯ মিনিট আগেস্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাবের কারণে বিগত বছরগুলোতে বিকেন্দ্রীকরণের বিভিন্ন প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। সংরক্ষিত আসনের নারী সদস্যদের কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রেও রয়েছে চ্যালেঞ্জ। গ্রাম আদালতের কার্যকারিতা আশানুরূপ নয়। এই অবস্থায় স্বতন্ত্র ও স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন
১৫ মিনিট আগে