শেখ হাসিনা রাতে ৩ ঘণ্টা ঘুমান, এমন নেতা পাবেন: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১৯: ৪৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা রাতে ৩ ঘণ্টা ঘুমান। এমন নেতা পাবেন? তিনি মানুষের জন্য দিন-রাত কাজ করছেন। নিজের জন্য তিনি দেশের বাইরে যান না। এমন পরিশ্রমী নেতা ’৭৫ সালের পর আর একজনও আসেনি।’

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাচপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল মিথ্যা কথা বলেন। পিটার হাসের সঙ্গে কথা বলে মিথ্যাচার করেন। মিথ্যাচার গুজব এদের রাজনীতি। দুর্নীতি আর মানুষ খুন, এটাই বিএনপির আসল গুণ। তত্ত্বাবধায়ক সরকার মরিয়া ভূত হইয়া গিয়াছে। এই ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকারের মড়া লাশ আজিমপুর গোরস্তানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। ওই চোখ আর কোনো দিন মেলবে না। দুই সেলফিতে আপনাদের ঘুম হারাম। জ্বালারে জ্বালা, অন্তর জ্বালা। পদ্মা সেতু, মেট্রো রেলে অন্তর জ্বালা।’

দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে, এখন কোয়ার্টার ফাইনাল। তারপরে সেমিফাইনাল। জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। বিএনপির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট চোরের বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে। মির্জা ফখরুল মার্কিন রাষ্ট্রদূতের বাসায় গিয়া হাজির। বাইর হইয়া মিডিয়াকে বলেন, এই সরকারের সময় শেষ। আজরাইল নাকি শেখ হাসিনার মাথার পাশে। সে নাকি আওয়ামী লীগের জান কবজ করতে চায়। ফখরুলের সময় শেষ। আজরাইল ফখরুলের পিছে পিছে ঘোরে। আজরাইল বিএনপিকে গলা টিপে ধরবে।’

বিএনপির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিকে ছাড় নেই। তাদের হাতে আর সময় নেই। অক্টোবরে ৩৬ দিন সময় দিয়েছি। ৩৬ দিন পার হলে দেখব কার গায়ে কত বল। ফখরুল নাকি ঢাকা অচল করে দিবেন। নারায়ণগঞ্জের জনতাই যথেষ্ট বিএনপিকে প্রতিহত করার জন্য। জনগণ বিএনপিকে অচল করবে। আন্দোলন করবা, আগুন নিয়ে আসবা, হাত পুড়িয়ে দিব। লাঠি নিয়ে আসবা, হাত ভেঙে দিব। তোমাদের সঙ্গে আর কম্প্রোমাইজ না। তোমরা কম্প্রোমাইজের লোক না। তোমরা আমাদের শত্রু ভাবো, আমরা কেন বন্ধু ভাবব? আমরা তাদের প্রতিপক্ষ ভাবতাম, তারা ভাবে শত্রু। শত্রুর সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমরা করতে পারি না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ হাসিনা নিজের প্রয়োজনে ঘোরাঘুরি করেন না। ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি ঘোরাঘুরি করছে। লাভ নাই, আমেরিকা তত্ত্বাবধায়ক বলে নাই। আমেরিকা শেখ হাসিনার পদত্যাগ, পার্লামেন্টের পদত্যাগ বলে নাই। মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন ইলেকশন কমিশনের পদত্যাগ চায় নাই। কিসের ওপর ভিত্তি করে তোমরা ঘোরাঘুরি করছো? কাজেই এখন আর এসব বলে কোনো লাভ নেই। ফখরুলের মাথা খারাপ হয়ে গেছে। নিজের ঘরেই গণতন্ত্র নেই। দেশে আপনি করবেন গণতন্ত্র? এরা জানে স্বৈরতন্ত্র, মানুষ হত্যা, ভোট চুরি, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, মানুষ খুন, লুটপাট। এই দলের হাতে মানুষ আর ক্ষমতা ফিরিয়ে দেবে না। সাবধান থাকবেন, বড়লোকের বাড়িতে কুকুর থাকে, সামনে লিখে রাখে কুকুর থেকে সাবধান। আপনাদের বলছি, বিএনপি থেকে সাবধান।’

নিত্যপণ্যের দাম সহনীয় হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সময় আসছে, নিত্যপণ্যের দাম আস্তে আস্তে সহনীয় পর্যায়ে চলে আসবে। সামলাবার জন্য নেত্রী দিন রাত চেষ্টা করছেন। তাকে ভুল বুঝবেন না, শেখ হাসিনার প্রতি আস্থা হারাবেন না। দেশের ৭০ ভাগ মানুষ নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিবেন। নারায়ণগঞ্জে উন্নয়নের কিছু বাকি আছে? সব করেছেন শেখ হাসিনা। সামনে আরও পাবেন।’

মন্ত্রী আরও বলেন, ‘রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে। ইউরেনিয়ামের ৩ নম্বর চালান এসে গেছে। ফখরুল বলেন, রূপপুর বন্ধ করে দিতে হবে। তাহলে এত টাকা দিয়ে ইউরেনিয়াম আনা হলো, এগুলো কী করবে? ফখরুল আর মঈন খানের মাথায় ঢালবে। তারপরে বুঝবেন কত ধানে কত চাল।’

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মঈনুল হাসান নিখিল, আওয়ামী লীগের নির্বাহী পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত