রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে ভৈরব হাইওয়ে পুলিশের নিয়মিত চাঁদাবাজি, চালকদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করে থানায় আটকে রাখার প্রতিবাদে ঢাকা–সিলেট মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করেছে স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অবরোধের কারণে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবির আহাম্মেদ বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সম্প্রতি ভৈরব–মরজাল মহাসড়কে ভৈরব পুলিশ সিএনজিচালিত অটোরিকশা আটক করে চাঁদা আদায়, চালকদের মারধরসহ নানাভাবে হয়রানি করে আসছে। আজও একই ধরনের ঘটনা ঘটে। বিকেলে নারায়ণপুর বাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নারায়ণপুর বাসস্ট্যান্ডের পাশে আসামাত্রই ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আজিজ ও মাসুদসহ পাঁচ সদস্যের পুলিশের একটি দল চালককে মারধর করে। টেনেহিঁচড়ে অটোরিকশাটি নিয়ে যেতে চাইলে পথচারীরা বাধা দেন।
পরে কয়েকজন পথচারীকেও মারধর করে টেনে–হিঁচড়ে থানায় নিয়ে আটকে রাখা হয়। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ ও ওসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শী জুহেরা খাতুন বলেন, ‘নারায়ণপুর বাজার থেকে অটোরিকশাটি বাসস্ট্যান্ড আসার আগেই চার পাঁচজন পুলিশ চালককে মারধর করে অটোরিকশাটি নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাধা দিলে তাদেরও মারধর করে থানায় নিয়ে যায়। এটা খুবই অন্যায়। বিচার চাই।’
ভুক্তভোগী চালক আ. ছালাম এবং নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে আজকের পত্রিকাকে বলেন, সরকারি সিদ্ধান্ত হচ্ছে মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ। পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করে আসছে। ভৈরব থেকে মরজাল পর্যন্ত মহাসড়কে হরহামেশা চলছে অটোরিকশা, ট্রাক্টর। তবে এ সুযোগ সবার জন্য নয়। যারা মাসিক চাঁদা দেবে, শুধু তাদের জন্য। অন্যরা নিয়মিত ফেঁসে যাচ্ছেন পুলিশের জালে। কেউ নগদ ২–৫ হাজার টাকা দিয়ে ছাড়া পাচ্ছেন। আবার অনেকের গাড়ির নামে দেওয়া হচ্ছে মামলা। অনেককে পাঠিয়ে দিচ্ছে আদালতে।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলাব থানার ওসি তানবির আহাম্মেদ। তিনি জানান, এসব ঘটনায় বিচারের বিষয়টি দেখার আশ্বাস দিলে, স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক ফখরুদ্দিনের মোবাইল ফোনে এ বিষয়ে জানতে কল দেওয়া হলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও ধরেননি তিনি।
নরসিংদীতে ভৈরব হাইওয়ে পুলিশের নিয়মিত চাঁদাবাজি, চালকদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করে থানায় আটকে রাখার প্রতিবাদে ঢাকা–সিলেট মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করেছে স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অবরোধের কারণে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবির আহাম্মেদ বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সম্প্রতি ভৈরব–মরজাল মহাসড়কে ভৈরব পুলিশ সিএনজিচালিত অটোরিকশা আটক করে চাঁদা আদায়, চালকদের মারধরসহ নানাভাবে হয়রানি করে আসছে। আজও একই ধরনের ঘটনা ঘটে। বিকেলে নারায়ণপুর বাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নারায়ণপুর বাসস্ট্যান্ডের পাশে আসামাত্রই ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আজিজ ও মাসুদসহ পাঁচ সদস্যের পুলিশের একটি দল চালককে মারধর করে। টেনেহিঁচড়ে অটোরিকশাটি নিয়ে যেতে চাইলে পথচারীরা বাধা দেন।
পরে কয়েকজন পথচারীকেও মারধর করে টেনে–হিঁচড়ে থানায় নিয়ে আটকে রাখা হয়। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ ও ওসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শী জুহেরা খাতুন বলেন, ‘নারায়ণপুর বাজার থেকে অটোরিকশাটি বাসস্ট্যান্ড আসার আগেই চার পাঁচজন পুলিশ চালককে মারধর করে অটোরিকশাটি নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাধা দিলে তাদেরও মারধর করে থানায় নিয়ে যায়। এটা খুবই অন্যায়। বিচার চাই।’
ভুক্তভোগী চালক আ. ছালাম এবং নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে আজকের পত্রিকাকে বলেন, সরকারি সিদ্ধান্ত হচ্ছে মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ। পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করে আসছে। ভৈরব থেকে মরজাল পর্যন্ত মহাসড়কে হরহামেশা চলছে অটোরিকশা, ট্রাক্টর। তবে এ সুযোগ সবার জন্য নয়। যারা মাসিক চাঁদা দেবে, শুধু তাদের জন্য। অন্যরা নিয়মিত ফেঁসে যাচ্ছেন পুলিশের জালে। কেউ নগদ ২–৫ হাজার টাকা দিয়ে ছাড়া পাচ্ছেন। আবার অনেকের গাড়ির নামে দেওয়া হচ্ছে মামলা। অনেককে পাঠিয়ে দিচ্ছে আদালতে।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলাব থানার ওসি তানবির আহাম্মেদ। তিনি জানান, এসব ঘটনায় বিচারের বিষয়টি দেখার আশ্বাস দিলে, স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক ফখরুদ্দিনের মোবাইল ফোনে এ বিষয়ে জানতে কল দেওয়া হলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও ধরেননি তিনি।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে