Ajker Patrika

শ্রীপুরে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ নিয়ে যুবলীগের মিছিল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৫: ১৬
শ্রীপুরে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ নিয়ে যুবলীগের মিছিল

বিএনপি ও জামায়াতে ইসলামীর এক দফা দাবি আদায়ে দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ হাতে নিয়ে মিছিল করেছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে মহড়া দেন। 

আজ দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিনের নেতৃত্বে এই মিছিল ও মোটরসাইকেলের মহড়া হয়। 

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যক্তিগত ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া তেমন কোনো পরিবহন চলাচল করছে না। বিচ্ছিন্নভাবে ভোরে উপজেলার জৈনা বাজারসহ দু-একটি স্থানে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে অবরোধ সমর্থনকারীরা। এখন পর্যন্ত অবরোধের পক্ষে কোনো মিছিল লক্ষ করা যায়নি। দূরপাল্লার তেমন কোনো বাস চলাচলের চিত্র নেই। 

ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে যুবলীগের মিছিলগাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী জাহিদুল আলম রবিন বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা অবরোধের নামে যাতে জনসাধারণের জানমালের ক্ষতি না করতে পারে, সে জন্য যুবলীগ মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে।’ 

শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, গতকাল সোমবার রাতে পৌর বিএনপির দুজন নেতাকে গ্রেপ্তার করেছে। 

 শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন, ‘বিনা কারণে পুলিশ প্রতিটি নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি করছে। পরিবারের সদস্যদের হয়রানি করছে। মিথ্যা মামলায় অনেক নেতা-কর্মীকে কারাগারে পাঠাচ্ছে।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে পুলিশ। অহেতুক কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত