ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলা দিন কালিগঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজ চলছে। ব্রীজের পাটাতন মেরামত করার ফলে প্রবেশ মুখের অর্ধেক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে মহাসড়কের উভয় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রী ও পণ্যবাহী যানবাহন ছাড়াও ছোট ছোট যানবাহনগুলো উভয়পাশে কমপক্ষে চার কিলোমিটার অংশজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শত শত যাত্রী ও যানবাহন শ্রমিকরা পড়েছে চরম ভোগান্তিতে।
সরেজমিনে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তরা ব্রিজ এ গিয়ে দেখা যায় ব্রিজের দুই পাশেই অসংখ্য যানবাহনের জটলা এবং ব্রিজের ওপর কমপক্ষে অর্ধশত যানবাহন গাদাগাদি করে দাঁড়িয়ে আছে।
তরা ব্রিজের পশ্চিম পাশের স্থানীয় ব্যবসায়ীরা জানান, সন্ধ্যার পর থেকে এই যানজটের সৃষ্টি হয়। মাঝে যানজট কিছুটা কমলেও রাত আটটার পর থেকে ভয়াবহ যানজটের ফলে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।
তরা ব্রিজের পূর্ব পাশে যানজটে আটকে থাকা নীলাচল পরিবহনের যাত্রী আয়েশা সিদ্দিকা ও মোহাম্মদ আলী হোসেন বলেন, আধাঘন্টার ওপর তাঁরা যানজটে আটকে আছেন। তাঁদের গন্তব্য শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায়। কখন জট খুলবে আর কখন তাঁরা বাড়ী যাবেন এ নিয়ে বেশ দুশ্চিন্তা দেখা দিয়েছে।
মোটরসাইকেল চালক মাহফুজ আহমেদ বলেন, ব্রীজের গোড়ায় বিশ মিনিট আটকে আছি। এসময় যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়েনি।
এসব বিষয়ে জানতে চাইলে বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, একজন পুলিশ সদস্য এবং একজন ড্রাইভার নিয়ে তিনি ডিউটিতে রয়েছেন। তার একার পক্ষে এই যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে থানা-পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা। ব্রীজ মেরামতের কাজ করায় এই ভোগান্তির সৃষ্টি।
ব্রিজের ওপর আটকে থাকা ট্রাকচালক মো. শরিফুল ইসলাম বলেন, প্রায় পৌনে এক ঘণ্টা সময় ধরে তিনি ব্রিজের গোড়া থেকে ব্রিজের মাস পর্যন্ত এসেছেন, কখন ছুটবেন তা জানা নেই। সবজী নিয়ে সাভারের বাইপাইল এলাকায় যাচ্ছেন তিনি।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা দিন কালিগঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজ চলছে। ব্রীজের পাটাতন মেরামত করার ফলে প্রবেশ মুখের অর্ধেক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে মহাসড়কের উভয় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রী ও পণ্যবাহী যানবাহন ছাড়াও ছোট ছোট যানবাহনগুলো উভয়পাশে কমপক্ষে চার কিলোমিটার অংশজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শত শত যাত্রী ও যানবাহন শ্রমিকরা পড়েছে চরম ভোগান্তিতে।
সরেজমিনে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তরা ব্রিজ এ গিয়ে দেখা যায় ব্রিজের দুই পাশেই অসংখ্য যানবাহনের জটলা এবং ব্রিজের ওপর কমপক্ষে অর্ধশত যানবাহন গাদাগাদি করে দাঁড়িয়ে আছে।
তরা ব্রিজের পশ্চিম পাশের স্থানীয় ব্যবসায়ীরা জানান, সন্ধ্যার পর থেকে এই যানজটের সৃষ্টি হয়। মাঝে যানজট কিছুটা কমলেও রাত আটটার পর থেকে ভয়াবহ যানজটের ফলে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।
তরা ব্রিজের পূর্ব পাশে যানজটে আটকে থাকা নীলাচল পরিবহনের যাত্রী আয়েশা সিদ্দিকা ও মোহাম্মদ আলী হোসেন বলেন, আধাঘন্টার ওপর তাঁরা যানজটে আটকে আছেন। তাঁদের গন্তব্য শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায়। কখন জট খুলবে আর কখন তাঁরা বাড়ী যাবেন এ নিয়ে বেশ দুশ্চিন্তা দেখা দিয়েছে।
মোটরসাইকেল চালক মাহফুজ আহমেদ বলেন, ব্রীজের গোড়ায় বিশ মিনিট আটকে আছি। এসময় যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়েনি।
এসব বিষয়ে জানতে চাইলে বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, একজন পুলিশ সদস্য এবং একজন ড্রাইভার নিয়ে তিনি ডিউটিতে রয়েছেন। তার একার পক্ষে এই যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে থানা-পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা। ব্রীজ মেরামতের কাজ করায় এই ভোগান্তির সৃষ্টি।
ব্রিজের ওপর আটকে থাকা ট্রাকচালক মো. শরিফুল ইসলাম বলেন, প্রায় পৌনে এক ঘণ্টা সময় ধরে তিনি ব্রিজের গোড়া থেকে ব্রিজের মাস পর্যন্ত এসেছেন, কখন ছুটবেন তা জানা নেই। সবজী নিয়ে সাভারের বাইপাইল এলাকায় যাচ্ছেন তিনি।
রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির সিলেটের লাক্কাতুড়া চা-বাগানের চা-শ্রমিক কুলবতী লোহাল বেতন না পেয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন। তিনি দীর্ঘদিন ধরে বাগানে কাজ করেন এবং পরিবার নিয়ে সেখানেই থাকেন। তাঁর আয়েই চলে সংসার। কিন্তু তিন মাস ধরে বেতন-রেশন পাচ্ছেন না। যে কারণে পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে
১৫ মিনিট আগেচট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের আগে দেশীয় অস্ত্র নিয়ে মারমুখী অবস্থানে প্রায় ১০ যুবক—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে বাকলিয়া কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন ফাহিমের মুখ দেখা গেছে। তবে আজকের পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি এডিট করা।
১৯ মিনিট আগেনাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মুক্তার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি দিনাজপুর জেলার বিরল থানার মোখলেসপুর এলাকায়।
২৭ মিনিট আগেবাসদের কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান বলেছেন, ‘উচ্চ নিত্যপণ্যের দামে মানুষের জীবন বিপর্যস্ত। সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। দেশের ২৬ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে। বর্তমান সরকার ১১টি সংস্কার কমিটি গঠন করেছে, এটি ইতিবাচক দিক। আমি সরকারকে আহ্বান জানাই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের...
২৯ মিনিট আগে