চারুকলায় মঙ্গল শোভাযাত্রার পোস্টার নিয়ে প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৪: ৪৫
Thumbnail image

আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখে বর্ষবরণের বিশেষ আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে শোভাযাত্রার প্রস্তুতি ইতিমধ্যে শেষ। শোভাযাত্রার পোস্টারও তৈরি হয়েছে কর্মশালার মাধ্যমে।

মঙ্গল শোভাযাত্রার পোস্টার তৈরির জন্য যে কর্মশালা হয়, তা থেকে ৪০ জন শিল্পীর আঁকা পোস্টার নিয়ে হবে প্রদর্শনী। আগামী ৩০ চৈত্র (১৩ মার্চ) শনিবার বিকেল ৪টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই প্রদর্শনী উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

প্রদর্শনী উদ্বোধনের পর তিনি সংস্কৃতিবিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানসহ আগত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মঙ্গল শোভাযাত্রার চূড়ান্ত প্রস্তুতি-আয়োজন ঘুরে দেখবেন এবং বক্তব্য রাখবেন।

বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার পোস্টারে এবার জায়গা করে নিয়েছে রিকশা আর্ট। মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসারকেন্দ্র আয়োজিত কর্মশালা এবং মুক্ত আহ্বানে পাওয়া গিয়েছিল ৩৬টি পোস্টার। সেখান থেকে ১৪৩১ সালের শোভাযাত্রার জন্য এ বি এম শাফিউল আলমের আঁকা পোস্টারটি নির্বাচন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসান হোসেন, শিল্পী তরুণ ঘোষ ও শিল্পী শিশির ভট্টাচার্য্য এ বাছাই করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত