Ajker Patrika

সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি: প্রতিমন্ত্রী রাসেল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি: প্রতিমন্ত্রী রাসেল

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে এ দাবি করেন তিনি। 

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘আপনারা আমাকে ৪ বার সংসদ সদস্য নির্বাচনে বিজয়ী করেছেন। আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে এসেছি। গাজীপুর ২ আসনে এ সরকারে সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে ভবিষ্যতে আওয়ামী লীগকে সরকার গঠনের আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন।’ 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ৫৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আলী আফজাল খান দুলুর সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন—গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি মতিউর রহমান, গাসিক ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদা সেলিম লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মঞ্জুর, হুমায়ুন কবির বাপ্পী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত