Ajker Patrika

গাসিক নির্বাচনে হাতপাখার প্রার্থীকে হয়রানির অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
গাসিক নির্বাচনে হাতপাখার প্রার্থীকে হয়রানির অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে হাতপাখার নির্বাচনী প্রচারে বিধিবহির্ভূতভাবে কয়েকজন ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ ও জরিমানা করে হয়রানি ও প্রচারে বিঘ্ন সৃষ্টি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট এম এ হানিফ সরকার আজ সোমবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন। 

লিখিত অভিযোগ হানিফ সরকার বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নির্বাচন কমিশনারসহ অন্যরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে গাজীপুর সিটি নির্বাচনসহ ৫ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়ায় আমাদের দল নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু গাজীপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের প্রচারে বিধিবহির্ভূতভাবে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটরা হস্তক্ষেপ করে বাধা দিয়ে নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিয়ে সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। এমনকি আমাদের প্রার্থীর সঙ্গে কোনো কোনো ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেছেন। 

লিখিত অভিযোগ বলা হয়েছে, এমন অবস্থা বিরাজমান থাকলে এবং প্রশাসন এমন আচরণ করলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে আমিসহ আমার দলের নেতা-কর্মীরা শঙ্কিত। 

লিখিত অভিযোগে নির্দিষ্টভাবে বলা হয়েছে, গত ২০ মে মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থীকে মাগরিবের নামাজের পর মসজিদ থেকে পুলিশ দিয়ে ডেকে নিয়ে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ সময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট কৈফিয়ত চেয়েছেন, এত লোকজন নিয়ে এক মসজিদে কেন নামাজ পড়তে হবে। তিনি প্রার্থীকে মাত্র ৫ জন নিয়ে গণসংযোগ করতে বলেছেন।

আরও অভিযোগ করা হয়েছে, ১৪ মে ৮ নম্বর ওয়ার্ডে ইসলামি আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড কার্যালয়ের অভ্যন্তরে বড় ব্যানার লাগানোর দায়ে ৫ হাজার টাকা, ১৭ মে ৪৮ নম্বর ওয়ার্ডে ইসলামি আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড কার্যালয়ের অভ্যন্তরে ব্যানার লাগানোর অভিযোগে ৫ হাজার টাকা, ১৯ মে ৩২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে ৫ হাজার টাকা, একই দিন ২৮ নম্বর ওয়ার্ডে মাইকিং করাকালে অনুমোদনপত্র দেখাতে একটু বিলম্ব হওয়াতে ৩ হাজার টাকা, গত ২১ মে মহানগরীর ৪৪ নম্বর ওয়ার্ডে প্রচারণাকালে হাতপাখার প্রার্থীর গাড়ি থামিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

চিঠিতে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ২৫ মে গাজীপুরে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত