নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাজীপুর, সাভার ও ঢাকার মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মাঝেই আবার পিছিয়ে গেল পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত। আজ বুধবার দুপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন মজুরি বোর্ডের ডাকা পঞ্চম সভাতেও চূড়ান্ত হয়নি মজুরি।
এ সভায় মালিক এবং শ্রমিক প্রতিনিধির প্রস্তাবিত মজুরির পার্থক্য কমিয়ে নতুন প্রস্তাব দেওয়ার কথা থাকলেও নতুন মজুরির প্রস্তাব দেয়নি মালিকপক্ষ। তবে বেতন বৃদ্ধি এবং গ্রেড কমিয়ে আনার সিদ্ধান্তে একমত হয়েছে উভয় পক্ষ।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মালিকপক্ষ নতুন মজুরি প্রস্তাব করবেন বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা।
উভয় পক্ষের সঙ্গে সভা শেষে লিয়াকত আলী মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) মজুরি বোর্ডে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে শ্রমিকপক্ষের দাবি ছিল ৭টি গ্রেড থেকে কমিয়ে ৫টি গ্রেড নির্ধারণ করার। সেখানে মালিকপক্ষ সম্মত হয়েছে। সে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৭টি গ্রেডের স্থলে ৫টি গ্রেড করব। আরেকটি বিষয় হলো, শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে সম্মত হয়েছে মালিকপক্ষ। তাদের প্রতিনিধি আগামী সভায় লিখিতভাবে জমা দেবেন। মালিকপক্ষের প্রস্তাবনা দেখে শ্রমিকপক্ষ তখন সিদ্ধান্ত নেবেন, তিনি সেই প্রস্তাবে রাজি হবে বা কী করণীয়। যে জন্য আজকে আমরা শ্রমিকপক্ষের সিদ্ধান্ত পরিষ্কার জানতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘এখন শ্রমিক আন্দোলন হচ্ছে। সে বিষয়টি মাথায় রেখে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আরও একটি সভা আহ্বান করব। এ জন্য আমি শ্রমিক ভাইবোনদের বলব, তারা যাতে কারও উসকানিতে কান না দিয়ে, কলকারখানায় ফিরে যায় এবং কাজ করে। কারণ, শিল্পটা রক্ষা করাটাও তাদের দায়িত্ব।’
আগের চেয়ে বাড়িয়ে মজুরির নতুন প্রস্তাবনা দেবেন জানিয়ে মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, ‘আগে আমরা মজুরির যে প্রস্তাব জমা দিয়েছিলাম, ওনারা (মজুরি বোর্ড) আমাদের অনুরোধ করেছেন, এখান থেকে আমাদের বাড়াতে হবে। আমি বলেছি, হ্যাঁ, আমরা অবশ্যই বাড়াব। সে বিষয়ে আমরা রাজি হয়েছি। কতটুকু বাড়াব, সেটা আমরা আগামী সভায় লিখিত প্রস্তাবনা আকারে তাদের কাছে দেব। তখন তারা সেটি জানতে পারবে। এতটুকু বলতে পারি, আগের প্রস্তাব থেকে অনেক দূর বাড়াব।’
শ্রমিক আন্দোলনে বহিরাগত রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘অনেক শ্রমিক গণমাধ্যমে বলছে, আট হাজার টাকা পায়, এটায় তার চলে না। আমি প্রমাণ করে দিতে পারি, এই লোকগুলো কখনো শ্রমিক না। কারণ, ৮ হাজার টাকা যে শ্রমিকেরা পায়, তারা কখনো কিছু বলে না। যারা ৮ হাজার পায়, তারা একদম নতুন, তার একটা চাকরির দরকার, সে ৮ হাজার টাকায় ঢুকেছে। অতিরিক্ত সময় যোগ করে মাস শেষে ভালো একটা টাকা নিয়ে বাড়িতে যায়। অতএব এই আন্দোলন যারা করতেছে, তারা উদ্দেশ্যমূলকভাবে করতেছে এবং আমরা জানি, কারা কারা এর সঙ্গে জড়িত আছে।’
শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে ৫ কোটি লোকের জীবনযাত্রা জড়িত। সে জন্য আমরা চেষ্টা করছি, বর্তমান বাজার প্রেক্ষাপটে আগামী ৫ বছরের জন্য একটি ন্যায্য মজুরি আদায় করার। আজ মালিকপক্ষ তাদের আগ্রহের কথা জানিয়েছে। আমরা ভালো একটি মজুরির দিকে যাচ্ছি। আগামী সভায় শ্রমিকদের জন্য একটি ভালো মজুরি আসছে।’
সভা চলাকালীন বোর্ডের সামনে মজুরি বৃদ্ধি এবং পুলিশের গুলিতে রাসেল হাওলাদার ও ইমরান নামে দুই শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে পোশাকশ্রমিক সংগঠনগুলো। সেখানে মজুরি বৃদ্ধিতে পোশাকশ্রমিক আন্দোলনের সমন্বয়ক গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার বলেন, ‘আজকে শ্রমিকদের কেউ বলছেন, মজুরি হতে হবে ২৫ হাজার টাকা, কেউ বলছেন ২৩ হাজার টাকা। কিন্তু সরকারের শ্রমিক প্রতিনিধি ২০ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলেছেন। তিনি মূলত সরকার ও মালিকপক্ষের স্বার্থ দেখছেন।’
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, ‘সরকার ও বিজিএমইএ শ্রমিক আন্দোলন দমনের যে নীতি নিয়েছে, তাতে গার্মেন্টস সেক্টরে স্থিতিশীলতা আসবে না।’
গাজীপুর, সাভার ও ঢাকার মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মাঝেই আবার পিছিয়ে গেল পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত। আজ বুধবার দুপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন মজুরি বোর্ডের ডাকা পঞ্চম সভাতেও চূড়ান্ত হয়নি মজুরি।
এ সভায় মালিক এবং শ্রমিক প্রতিনিধির প্রস্তাবিত মজুরির পার্থক্য কমিয়ে নতুন প্রস্তাব দেওয়ার কথা থাকলেও নতুন মজুরির প্রস্তাব দেয়নি মালিকপক্ষ। তবে বেতন বৃদ্ধি এবং গ্রেড কমিয়ে আনার সিদ্ধান্তে একমত হয়েছে উভয় পক্ষ।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মালিকপক্ষ নতুন মজুরি প্রস্তাব করবেন বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা।
উভয় পক্ষের সঙ্গে সভা শেষে লিয়াকত আলী মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) মজুরি বোর্ডে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে শ্রমিকপক্ষের দাবি ছিল ৭টি গ্রেড থেকে কমিয়ে ৫টি গ্রেড নির্ধারণ করার। সেখানে মালিকপক্ষ সম্মত হয়েছে। সে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৭টি গ্রেডের স্থলে ৫টি গ্রেড করব। আরেকটি বিষয় হলো, শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে সম্মত হয়েছে মালিকপক্ষ। তাদের প্রতিনিধি আগামী সভায় লিখিতভাবে জমা দেবেন। মালিকপক্ষের প্রস্তাবনা দেখে শ্রমিকপক্ষ তখন সিদ্ধান্ত নেবেন, তিনি সেই প্রস্তাবে রাজি হবে বা কী করণীয়। যে জন্য আজকে আমরা শ্রমিকপক্ষের সিদ্ধান্ত পরিষ্কার জানতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘এখন শ্রমিক আন্দোলন হচ্ছে। সে বিষয়টি মাথায় রেখে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আরও একটি সভা আহ্বান করব। এ জন্য আমি শ্রমিক ভাইবোনদের বলব, তারা যাতে কারও উসকানিতে কান না দিয়ে, কলকারখানায় ফিরে যায় এবং কাজ করে। কারণ, শিল্পটা রক্ষা করাটাও তাদের দায়িত্ব।’
আগের চেয়ে বাড়িয়ে মজুরির নতুন প্রস্তাবনা দেবেন জানিয়ে মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, ‘আগে আমরা মজুরির যে প্রস্তাব জমা দিয়েছিলাম, ওনারা (মজুরি বোর্ড) আমাদের অনুরোধ করেছেন, এখান থেকে আমাদের বাড়াতে হবে। আমি বলেছি, হ্যাঁ, আমরা অবশ্যই বাড়াব। সে বিষয়ে আমরা রাজি হয়েছি। কতটুকু বাড়াব, সেটা আমরা আগামী সভায় লিখিত প্রস্তাবনা আকারে তাদের কাছে দেব। তখন তারা সেটি জানতে পারবে। এতটুকু বলতে পারি, আগের প্রস্তাব থেকে অনেক দূর বাড়াব।’
শ্রমিক আন্দোলনে বহিরাগত রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘অনেক শ্রমিক গণমাধ্যমে বলছে, আট হাজার টাকা পায়, এটায় তার চলে না। আমি প্রমাণ করে দিতে পারি, এই লোকগুলো কখনো শ্রমিক না। কারণ, ৮ হাজার টাকা যে শ্রমিকেরা পায়, তারা কখনো কিছু বলে না। যারা ৮ হাজার পায়, তারা একদম নতুন, তার একটা চাকরির দরকার, সে ৮ হাজার টাকায় ঢুকেছে। অতিরিক্ত সময় যোগ করে মাস শেষে ভালো একটা টাকা নিয়ে বাড়িতে যায়। অতএব এই আন্দোলন যারা করতেছে, তারা উদ্দেশ্যমূলকভাবে করতেছে এবং আমরা জানি, কারা কারা এর সঙ্গে জড়িত আছে।’
শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে ৫ কোটি লোকের জীবনযাত্রা জড়িত। সে জন্য আমরা চেষ্টা করছি, বর্তমান বাজার প্রেক্ষাপটে আগামী ৫ বছরের জন্য একটি ন্যায্য মজুরি আদায় করার। আজ মালিকপক্ষ তাদের আগ্রহের কথা জানিয়েছে। আমরা ভালো একটি মজুরির দিকে যাচ্ছি। আগামী সভায় শ্রমিকদের জন্য একটি ভালো মজুরি আসছে।’
সভা চলাকালীন বোর্ডের সামনে মজুরি বৃদ্ধি এবং পুলিশের গুলিতে রাসেল হাওলাদার ও ইমরান নামে দুই শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে পোশাকশ্রমিক সংগঠনগুলো। সেখানে মজুরি বৃদ্ধিতে পোশাকশ্রমিক আন্দোলনের সমন্বয়ক গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার বলেন, ‘আজকে শ্রমিকদের কেউ বলছেন, মজুরি হতে হবে ২৫ হাজার টাকা, কেউ বলছেন ২৩ হাজার টাকা। কিন্তু সরকারের শ্রমিক প্রতিনিধি ২০ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলেছেন। তিনি মূলত সরকার ও মালিকপক্ষের স্বার্থ দেখছেন।’
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, ‘সরকার ও বিজিএমইএ শ্রমিক আন্দোলন দমনের যে নীতি নিয়েছে, তাতে গার্মেন্টস সেক্টরে স্থিতিশীলতা আসবে না।’
চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে এক শিক্ষককে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীর
৪ মিনিট আগেজাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। গতকাল শনিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
৩২ মিনিট আগেকিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে টানা দুদিন পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পানি তোলার মোটর বিকল হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেহত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি কর্নেল (অব.) আব্দুল কাদের খান (৭৩) মারা গেছেন। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে