Ajker Patrika

টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত একজনের ৪০ দিন পর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় ৪০ দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৩টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মৃত মিজানুরের বোন জামাই মোছাদ্দেকুল হক জানান, তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার মাস্টারপাড়া চন্দ্রখানা গ্রামে। ব্যবসা করতেন মিজানুর। এক ছেলে ও দুই মেয়ের জনক তিনি।

মোছাদ্দেকুল আরও জানান, মিজানুর সাদপন্থী ছিলেন। জোড় ইজতেমায় অংশ নেওয়ার জন্য গ্রাম থেকে গত ১৭ ডিসেম্বর টঙ্গী ময়দানে এসেছিলেন তিনি। গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি। তাঁকে রাতেই টঙ্গীর আহাসান উল্ল্যাহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, সেখান থেকে ১৮ ডিসেম্বর তাঁকে ঢামেক হাসপাতালে এনে আইসিউতে ভর্তি করা হয়। ঘটনার দুই দিন পর স্বজনেরা খোঁজ পেয়ে হাসপাতালে এসে তাঁকে দেখে যান। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা গেছেন বলেও জানান মোছাদ্দেকুল।

সুরতহাল প্রতিবেদনে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত হন মিজানুর। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউতে তিনি মারা গেছেন। তাঁর মাথায় আঘাত ছিল। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত