পদ্মা সেতুতে সেনা টহল জোরদার

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২২, ১৯: ৪৭
আপডেট : ২৭ জুন ২০২২, ১৯: ৫১

পদ্মা সেতুতে ভ্রাম্যমাণ টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। টোল প্লাজার উভয় প্রান্ত থেকে যাত্রীদের সেতুতে নামা, ছবি তোলা এবং গাড়ি পার্ক না করতে মাইকিং করছে সেনাবাহিনী। এ ছাড়া কেউ যেন হেঁটে সেতুতে উঠতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হয়।

আজ সোমবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং সাপোর্ট অ্যান্ড সেফটি টিমের সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল আলম।

এ সময় রবিউল আলম আরও জানান, অনেকে সেতুতে নেমে হাঁটাহাঁটি, ছবি ও ভিডিও ধারণ করেছেন। এতে সেতুতে যানজটসহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ ছাড়া সেতুর ওপরে ও নিচের অংশে গুরুত্বপূর্ণ ও মূল্যবান যন্ত্রপাতি রয়েছে, যা ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে ২৬ জুন থেকে বাংলাদেশ ব্রিজ অথরিটির (বিবিএ) অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড সেতুতে ভ্রাম্যমাণ টহল জোরদার করেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত